রোবট গাড়ি আনছে বিএমডব্লিউ

প্রকাশ : ০২ জুলাই ২০১৬, ১৬:৩০

সাহস ডেস্ক

দ্রুতগতির রোবট গাড়ি আনতে চলেছে বিএমডব্লিউ। এর বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান ইনটেল ও মোবিলিয়ের সঙ্গে চুক্তি করেছে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।

শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তিন প্রতিষ্ঠান মিলে এমন ধরণের গাড়ি নির্মাণ করতে চলেছে, যা চালক ছাড়াই চলবে। গাড়িগুলো মহাসড়ক, শহরতলী ও শহরের ভেতরের সড়কগুলোতেও নিরাপদে চলবে।

বিএমডব্লিউ জানিয়েছে, রোবট গাড়ি দ্রুত বাজারে আনতে মার্কিন দুই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়েছে। ২০২১ সালে এ ধরণের গাড়ি বাজারে ছাড়া হবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, দুই প্রতিষ্ঠানের সঙ্গে মিলে কম্পিউটার ও সেন্সর সিস্টেম উন্নত করা হবে। এতে করে এ ধরণের গাড়িতে মানুষের (চালক) ভূমিকা হ্রাস পাবে। এক কথায় কোনো চালক ছাড়াই গাড়িগুলো চলবে।  যাতায়াতসহ নানা ধরণের সেবামূলক কাজেও এগুলো ব্যবহার করা যাবে।

এক বিবৃতিতে প্রতিষ্ঠান তিনটি জানিয়েছে, গাড়িগুলো মানুষের ভ্রমণ ও দৈনন্দিন কাজ আরও সহজ ও নিরাপদ করে তুলবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত