আইফোন ৭ প্লাস’র প্রাথমিক স্টক শেষ: অ্যাপল

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০১৬, ১৮:২৬

সাহস ডেস্ক

বিশ্বব্যাপী আইফোনপ্রেমীদেরা গোগ্রাসে লুফে নিল সদ্য উন্মুক্ত আইফোন ৭ প্লাস। আইফোন ৭ প্লাস’র যে স্টক রেখেছিল তা শেষ হয়ে গেছে। 

এছাড়াও ছোট পর্দার ভার্সন আইফোন ৭’র জেট ব্ল্যাক রংয়ের স্টকও শেষ হওয়ার কথাও জানিয়েছে অ্যাপল। 

এ বিষয়ে ক্রেতাদের প্রশংসা করে এক বিবৃতিতে অ্যাপল কর্মকর্তা ট্রুডি মুলার জানান, যত দ্রুত সম্ভব আইফোন ক্রেতাদের হাতে তার পছন্দের ফোনটি তুলে দিতে অ্যাপল পরিশ্রম করে যাচ্ছে।

আগামী শুক্রবার (১৬ সেপ্টেম্বর) থেকে স্টোরগুলোতে পাওয়া যাবে আইফোন ৭ ও ৭ প্লাস। এবারের ভার্সনে জেট ব্ল্যাকের পাশাপাশি আরেকটি নতুন রং ম্যাট ব্ল্যাক ছেড়েছে অ্যাপল। 

সদ্য উন্মুক্ত আইফোন ৭ প্লাস পানি ও ধুলা প্রতিরোধী এবং নতুন দু’টি ভার্সনের ব্যাটারির ক্ষমতা আইফোন ৬-এর চেয়ে বাড়ানো হয়েছে। ব্যবহার করা হয়েছে পরবর্তী প্রজন্মের এ১০ ফিউশন চিপ, ৬৪ বিট ফোর কোর সিপিইউ। আগের যেকোনো মডেলের চেয়ে ডিসপ্লে হবে ২৫ শতাশং উজ্জ্বল। আইফোন ৭ প্লাস-এর ক্যামেরায় দু’টি লেন্স ব্যবহার করেছে। ফলে দূরের ছবি হবে আরো স্পষ্ট ও প্রাণবন্ত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত