ল্যাপটপ ও ডেস্কটপে আসছে ফেসবুক লাইভ সুবিধা

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৩৭

সাহস ডেস্ক

যারা ডেস্কটপ ও ল্যাপটপ থেকে ফেসবুক লাইভ ভিডিও সুবিধার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এই সুবিধাটি আসছে শিগগিরই। এখন অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণে কেবল ফেসবুকের এই ভিডিও সুবিধাটি পাওয়া যায়। ডেস্কটপের জন্য ধীরে ধীরে এই সুবিধাটি চালুর ঘোষণা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুকের একজন মুখপাত্র বলেছেন, ডেস্কটপ ও ল্যাপটপে ফেসবুকের সরাসরি ভিডিও সম্প্রচারের সুবিধাটি চালু করা হচ্ছে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সোশ্যালটাইমস জানিয়েছে, ডেলিলাহ টেইলার নামের এক ফেসবুক ব্যবহারকারী ল্যাপটপ দিয়ে লাইভ ভিডিও করতে পেরেছেন। সাংবাদিকদের অনুরোধেই এ সুবিধা চালু করছে ফেসবুক। এখনও এটি সবার জন্য উন্মুক্ত হয়নি।

শিগগিরই ল্যাপটপের ক্যামেরা এবং ডেস্কটপের সঙ্গে ক্যামেরা ডিভাইস যুক্ত করে ফেসবুকে ভিডিও লাইভ করা যাবে। ফেসবুক লাইভে শিডিউলিং, টু পারসন ব্রডকাস্টিং ও এমএসকিউআরডি ইনটিগ্রেশন সুবিধা যুক্ত হয়েছে। এমএসকিউআরডি ইনটিগ্রেশন হচ্ছে ভিডিওতে বিভিন্ন ফিল্টার যুক্ত করা ও স্ন্যাপচ্যাটের মতো মাস্ক যুক্ত করার সুবিধা।

তথ্যসূত্র: এনডিটিভি। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত