‘নাইট ভিউ মনিটর’ এখন বাংলাদেশ

প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৬, ১৮:০৭

সাহস ডেস্ক

দেশের বাজারে ২২ ইঞ্চি ফুল এইচডি ‘নাইট ভিউ’ মনিটর নিয়ে এলো স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ। বিশেষকরে যারা রাত জেগে পড়াশোনা করেন তাদের কথা বিবেচনা করেই এক্সক্লুসিভ মনিটরটি ডিজাইন করেছে স্যামসাং।

এক্সক্লুসিভ নাইট মোড ফিচার সমৃদ্ধ এই মনিটর ব্যবহারকারীরা সাচ্ছন্দ্যে পড়াশোনা করার পাশাপাশি চোখকেও রাখতে পাবেন নিরাপদ। কারণ ‘আই রেস্ট মোড’  মনিটরের নীল আলোর পরিমাণ কমিয়ে চোখকে প্রশান্তিতে রাখে। এছাড়া কর্মস্থলে কম আলো থাকলেও এর ফিক্সড, অ্যাডজাস্ট্যাবল এলইডি লাইট আলোর পরিমাণ বাড়িয়ে ব্যবহারকারীকে কর্মক্ষম করে।

এক্সক্লুসিভ ডিজাইন আর অনন্য ফিচারের সমন্বয়ে নির্মিত নাইট মোড মনিটরের অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে কিবোর্ড লাইট যা নিচে থাকা এলইডি লাইটের মাধ্যমে কিবোর্ড এবং ডেস্ক আলোকিত করে।

৯ হাজার ৮০০ টাকায় পাওয়া যাবে মনিটরটি। প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস্ লিমিটেডের সকল অনুমোদিত শোরুম থেকে ৩ বছরের ওয়ারেন্টিতে ডিভাইসটি কেনা যাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত