এমএনপির নিলাম ২১ সেপ্টেম্বর

প্রকাশ : ১৪ জুন ২০১৬, ২০:১৪

সাহস ডেস্ক

বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদলের সুযোগ তৈরির জন্য মোবাইল নম্বর পোর্টেবিলিটি বা এমএনপি সেবার অপারেটর নিয়োগে আগামী ২১ সেপ্টেম্বর নিলাম হবে। মঙ্গলবার (১৪ জুন) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
 
শাহজাহান মাহমুদ বলেন, নিলাম প্রক্রিয়া শেষ হওয়ার পর লাইসেন্স হস্তান্তর করে এ বছর সেবা চালু করা যাবে বলে আমরা আশা করছি।
 
তিনি জানান, আগামী ১৬ জুন এই নিলামের জন্য আবেদন চাওয়া হবে। জুলাই মাসে প্রি-বিড মিটিং ও আগস্টে বিড আনের্স্ট মানি জমা নেয়ার পর ২১ সেপ্টেম্বর নিলাম হবে।
 
বিটিআরসি প্রধান জানান, নিলাম প্রক্রিয়ায় আবেদন ফি এক লাখ টাকা, বিড আর্নেস্ট মানি ১০ লাখ টাকা, নিলামের ভিত্তি মূল্য এক কোটি টাকা, বার্ষিক লাইসেন্স ফি ২০ লাখ টাকা, রাজস্ব ভাগাভাগি বাবদ প্রথম বছর শূন্য শতাংশ এবং দ্বিতীয় বছর থেকে ৫ দশমিক ৫ শতাংশ এবং ব্যাংক গ্যারান্টি বাবদ এক কোটি টাকা দিতে হবে।
 
প্রাথমিকভাবে একটি প্রতিষ্ঠানকে এই লাইসেন্স দেওয়া হবে জানিয়ে শাহজাহান মাহমুদ বলেন, এর মেয়াদ হবে ১৫ বছর। পরে সরকারের অনুমোদন সাপেক্ষে পাঁচ বছরের জন্য নবায়ন করা যাবে। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী আরো লাইসেন্স দেয়া হতে পারে বলে জানিয়েছেন তিনি।
 
সংবাদ সম্মেলনে বিটিআরসির ভাইস চেয়ারম্যান আহসান হাবিব খানসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত