science-and-tech-others-13451 ভার্চুয়াল সেক্সে আগ্রহী বেশি হন নারীরা!

ভার্চুয়াল সেক্সে আগ্রহী বেশি হন নারীরা!

প্রকাশ : ৩০ নভেম্বর ২০১৬, ১১:৫৪

সাহস ডেস্ক

তথ্য প্রযুক্তি যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে উন্নত বিশ্ব তাদের প্রতি দিনের জীবনের অঙ্গ হিসেবেই দেখছে ভার্চুয়াল বিশ্বকে, আর সেখানেই ঢুকে পড়েছে যৌনতার মত বৈজ্ঞানিক স্বাভাবিক প্রবৃত্তি। মানুষের মধ্যে বাড়ছে সেক্স টয় ব্যবহার করার প্রবণতাও। একটি গবেষণায় দেখা গেছে ইন্টারনেটে পর্ন বা যৌনতায় আকৃষ্ট হয়ে পড়ছে নারী-পুরুষ সকলেই। তবে সেই আকর্ষণ বাড়ছে ভার্চুয়ালি।

ব্রিটিশ এক গবেষণা থেকে জানা যায়, এই ভার্চুয়াল বিশ্ব নারীদের ওপর প্রভাব বিস্তার করেছে সবথেকে বেশি। ইন্টারনেটে যৌনতায় পুরুষের থেকে অধিক আগ্রহী হন নারীরা।

গবেষকরা দাবি করেছেন, “ব্রিটেনের প্রতি ১০ জন নারীর মধ্যে একজন অবশ্যই ভার্চুয়াল সেক্সে লিপ্ত হন।”  

গবেষণার যে সার্ভে পত্র রয়েছে, তাতে দেখা গেছে অধিকাংশ নারীই মত দিয়েছে ভার্চুয়াল যৌনতার পক্ষে। ব্রিটেনের নারীরা মনে করেন ভার্চুয়াল প্ল্যাটফর্মে যৌনতা উপভোগ করা যায় অনেক বেশি।   

এই গবেষণা চালানো হয় ২৬১৮ জন নারীর মধ্যে। সেখানে ১৭ থেকে ৫০ বছর বয়সীদের ওপর সমীক্ষা করেই এই ফল পাওয়া যায় বলে দাবি গবেষকদের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত