‘ডিজিটাল বাংলাদেশ উদ্যোগ ছিল শিক্ষণীয় অভিজ্ঞতা’

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৬, ১২:২৩

সাহস ডেস্ক

আট বছর আগে ‘ডিজিটাল বাংলাদেশ’-এর প্রথম ধারণা নিয়ে আসেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, “ডিজিটাল বাংলাদেশ-উদ্যোগ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সিস্টেমের উন্নয়ন ঘটানো সরকারের জন্য ছিল সত্যিকার উদ্ভাবনা ও শিক্ষণীয় অভিজ্ঞতা। ‘ডিজিটাল বাংলাদেশ’-এর ধারণা নিয়ে আসার পর থেকে পরিকল্পনায় সুউচ্চ দৃষ্টি ও লক্ষ্য ছিল কিভাবে এটি অর্জন করা যাবে অথবা যাবে না।”

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) জাতিসংঘ সদরদফতরের সম্মেলন কক্ষে সাউথ-সাউথ কো-অপারেশনের জন্য বাংলাদেশ ও ইউএন অফিসের উদ্যোগে আয়োজিত ‘সাউথ-সাউথ অ্যান্ড ট্রায়াঙ্গুলার কো-অপারেশন ইন স্কেলিং আপ ইনোভেশন ইন পাবলিক সার্ভিস ডেলিভারি’ শীর্ষক প্যানেল আলোচনায় তিনি একথা বলেন। খবর বাসসের

জয়  আরও বলেন, ‘সেবাসমূহ সহজ করা ও ডিজিটাইজিং সার্ভিসের এই লক্ষ্য বাস্তবায়নে সরকার নিজস্ব পদ্ধতি, নিজস্ব উদ্ভাবন দাঁড় করানোর সিদ্ধান্ত নেয়। সার্বিক লক্ষ্য ছিল সরকারি সেবাসমূহ ডিজিটাইজ করা ও মূল লক্ষ্য ছিল সেবাসমূহ থেকে কিভাবে নাগরিকদের লাভবান করতে পারি। সরকারের সেবাসমূহ কিভাবে আমরা সহজ, সাশ্রয়ী, কার্যকর এবং আরও সহজতর করতে পারি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত