ক্রিকেট অনেক পাল্টে গেছে : ধোনি

প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৬, ১৮:৫৭

সাহস ডেস্ক

চতুর্থ ওয়ানডেতে হেরে হতাশ ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। জানালেন, ক্রিকেট এখন অনেক পাল্টে গেছে। 

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভারত জিতেছিল ৬ উইকেটে। দ্বিতীয় ম্যাচে ৬ রানে জয় তুলে নিয়ে সমতায় ফেরে কিউইরা। তৃতীয় ওয়ানডেতে সফরকারীদের ৭ উইকেটে আবারো এগিয়ে যায় ভারত। চতুর্থ ম্যাচে ১৯ রানে জয় তুলে নিয়ে সিরিজে ফের সমতায় ফেরে নিউজিল্যান্ড। তাই সিরিজের নিষ্পত্তি হবে শেষ ও ওয়ানডেতে।

পাশাপাশি সতীর্থদের পাশেই দাঁড়ালেন তিনি। বলেন, ‘তরুণ ক্রিকেটারদের জোর করে কিছু চাপিয়ে দেওয়ার নয়। পাঁচ ও ছয় নম্বরে যারা ব্যাটিং করছিল তারা নতুন। ক্রিকেট এখন অনেক পাল্টে গেছে। সবাই বিগ শট খেলতে চায়। কিন্তু সবাই সেটা পারে না। কিন্তু কাউকে বিগ শট খেলা থেকে বিরত থাকার কথা বলা যাবে না। তাহলে তার খেলার স্বাভাবিকতা নষ্ট হয়ে যায়।’

টিম ইন্ডিয়ার অধিনায়ক আরো যোগ করেন, ‘প্রত্যেকেই তাদের স্বাভাবিক খেলাটা খেলতে চেওয়া উচিত। নিজের সাধ্যের মধ্যে যেমন খেলবে, তেমই খেলতে দেওয়া উচিত। ১৫-২০টি ম্যাচ খেললেই অভিজ্ঞতা অর্জন করবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত