বাংলাদেশ-ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট শেষ

প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৬, ১৫:০৮

সাহস ডেস্ক

আগামী বছরের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আর আইসিসি থেকে জানানো হয়েছে, অনলাইনে  টিকিট বিক্রির প্রথম ধাপেই শেষ হয়ে গেছে এ ম্যাচের টিকিট। 

ঘরের মাঠে টানা ষষ্ঠ সিরিজ জয়ের পর ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে হারের স্বাদ পায় টাইগাররা। মাশরাফি বাহিনীকে নিয়ে তাই দর্শক-সমর্থকদের আগ্রহের কোনো  কমতি নেই। 

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত থেকে দ্বিতীয় ধাপের টিকিট বিক্রি শুরু হয়েছে। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির কোন কোন ম্যাচের টিকিট এখনও বাকি আছে, সেই ম্যাচগুলোর  তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের নিজস্ব ভেরিফাইড সাইটে এ তথ্য দেয় আইসিসি।

বাংলাদেশ-ইংল্যান্ডের ম্যাচের পাশাপাশি আরও চারটি ম্যাচের টিকিট শেষ হয়ে গেছে। ৪ জুন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটও শেষ হয়ে গেছে। এছাড়া  ১০ জুন ইংল্যান্ড-অস্ট্রেলিয়া, ১১ জুন ভারত-দক্ষিণ আফ্রিকা এবং ১৮ জুন ফাইনাল ম্যাচের সব টিকিট এরই মধ্যে কিনে নিয়েছেন ক্রিকেট ভক্তরা। 
 
প্রথমবারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরে ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ। গ্রুপে বাংলাদেশের  প্রতিপক্ষ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে রয়েছে- ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত