পাকিস্তানের বিপক্ষে অষ্ট্রেলিয়ার টেস্ট দল ঘোষণা

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১৬, ১১:১৭

সাহস ডেস্ক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মান বাঁচানো অ্যাডিলেড টেস্টের পুনর্গঠিত স্কোয়াডটিই অপরিবর্তিত রাখলো অস্ট্রেলিয়া। 

আগামী ১৫ ডিসেম্বর তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান। খেলা শুরু বাংলাদেশ সময় সকাল ৯টায়। টেস্টের পর রয়েছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।

প্রোটিয়াদের বিপক্ষের একই দল নিয়ে পাকিস্তান সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবেন স্টিভেন স্মিথরা।

হোবার্টে (১২-১৫ নভেম্বর) প্রোটিয়াদের বিপক্ষে ইনিংস ব্যবধানে হেরে ২-০ তে সিরিজ হারায় অজিরা। ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে দিবারাত্রির অ্যাডিলেড টেস্টে (২৪-২৭ নভেম্বর) ব্যাপক পরিবর্তন আনেন নির্বাচকরা। আগের ম্যাচের মাত্র ছয়জন সুযোগ পান।

বর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজে ব্যস্ত অজিরা। এরই মধ্যে তারা প্রথম দুই ওয়ানডে জিতে নিয়েছে। ৯ ডিসেম্বর তৃতীয় ওয়ানডে।

অন্যদিকে, নিউজিল্যান্ড সফরে পাকিস্তানের সবশেষ টেস্ট সিরিজটি মোটেও ভালো যায়নি। দুই ম্যাচের একটিতেও তারা প্রতিরোধ গড়তে পারেনি। এবার মিসবাহদের চ্যালেঞ্জের নাম অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া স্কোয়াড: ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, উসমান খাজা, স্টিভেন স্মিথ (অধিনায়ক), পিটার হ্যান্ডসকম্ব, নিক ম্যাডিসন, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, নাথান লিওন, জ্যাকসন বার্ড, চাদ সেয়ারস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত