৪র্থ বারের মতো দ্রুততম মানবী হলেন শিরিন

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০১৬, ১২:১৬

সাহস ডেস্ক

অ্যাথলেটিকে মেজবাহ আহমেদ পুরুষদের শীর্ষস্থানটি ধরে রাখার পর এবার শিরিন আক্তারও মহিলাদের বিভাগে শীর্ষস্থানটি ধরে রাখলো। জয়যাত্রা ফাউন্ডেশন ৪০তম জাতীয় অ্যাথলেটিকে প্রতিযোগিতায় শুক্রবার (২৩ ডিসেম্বর) মহিলাদের স্প্রিন্টারে টানা চতুর্থবারের মতো প্রথমস্থান অধিকার করেছেন শিরিন। 

২৩ ডিসেম্বের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১২.০১ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেন নৌ-বাহিনীর অ্যাথলেট শিরিন। ১২.২০ সেকেন্ড সময়ে এই ইভেন্টে দ্বিতীয় হন নৌ-বাহিনীর আরেক অ্যাথলেট সোহাগী আক্তার। বাংলাদেশ সেনাবাহিনীর বর্ষা খাতুন ১২.৩৭ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন। 

এর আগে বৃহস্পতিবার(২২ ডিসেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় মিটে মেজবাহ স্বর্ণপদক জিতেছেন ১০.৬৩ সেকেন্ড সময় নিয়ে। গত অলিম্পিকে তার টাইমিং ছিল ১১.৩৪ সেকেন্ড। ১০.৭০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন নৌবাহিনীর আবদুর রউফ ও ১০.৮০ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন সেনাবাহিনীর শরিফুল ইসলাম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত