১৯৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশ | ০৮ জানুয়ারি ২০১৭, ১১:০২

অনলাইন ডেস্ক

১৯৫ রানের জবাবে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। দলের হয়ে ব্যাটিংয়ে ওপেন করতে নামেন তামিম ইকবাল ও সৌম্য সরকার।

শেষ নিয়ম রক্ষার ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করে চার উইকেট হারিয়ে ১৯৪ রান করে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড দলের হয়ে সর্বোচ্চ ৯৪ রান করে অপরাজিত ছিলেন  কোরে অ্যান্ডারসন। বাংলাদেশের হয়ে তিন উইকেট দখল করেন রুবেল হোসেন।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রথম দুই ম্যাচে হেরে বাংলাদেশ ইতিমধ্যে সিরিজ থেকে ইতোমধ্যে ছিটকে গেছে।  

ইমরুল কায়েসকে টপকে তামিম ইকবালের সঙ্গে ইনিংস ওপেন করেন সৌম্য সরকার। দুই বাঁহাতি ব্যাটসম্যান বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন। ৪.৩ ওভারে  বাংলাদেশ তুলে নেয় ৪৪ রান। তবে ট্রেন্ট বোল্টের করা ওভারের চতুর্থ বলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। বোল্টের শর্ট বলে মিড উইকেটে ক্যাচ দেন তামিম। ১৫  বলে ৩ চার ও ১ ছক্কায় ২৪ রান করেন তামিম। 

পাওয়ার প্লে’র প্রথম ৬ ওভারে ৬৯ রান তুলেছে বাংলাদেশ। ১৪ ওভারে বাংলাদেশের লক্ষ্য ১২৬ রান। 

দ্যূতি ছড়িয়ে সাজঘরে ফিরলেন সৌম্য সরকার। ৪২ রানে ইশ শোধীকে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে বাঁহাতি এ ওপেনার।  ২৮ বলে ৬ বাউন্ডারিতে ৪২ রানের  ইনিংসটি সাজান সৌম্য।

সাব্বির রহমান ১৮ রানে বোল্ড হন কিউই অধিনায়কের বলে। এরপরপরই ১৮ রানে বোল্ড আউট হন মাহামুদুল্লাহ্।

স্কোর: নিউজিল্যান্ড ১৯৪/৪ (২০ ওভার)

     বাংলাদেশ ১২৫/৪ (১৬ ওভার)   

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি  বিন মর্তুজা, নুরুল হাসান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ: কেন উইলিয়ামসন, জেমস নিশাম, কলিন মানরো, কোরে অ্যান্ডারসন, টম ব্রুস, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ব্ল্যান্ডেল, মিচেল স্ট্যান্টনার, বেন  হুইলার, ট্রেন্ট বোল্ট, ইশ সোধি।