ফিফপ্রো বর্ষসেরা একাদশ

প্রকাশ : ১০ জানুয়ারি ২০১৭, ১২:২৭

সাহস ডেস্ক

বর্ষসেরা একাদশে আধিপত্য স্পেনের জনপ্রিয় দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা খেলোয়াড়দের।

সোমবার (০৯ জানুয়ারি) রাতে সুইজারল্যান্ডের জুরিখে টিপিসি স্টুডিওতে মূল অনুষ্ঠানে জানানো হয় ফিফপ্রো বর্ষসেরা একাদশ।

রিয়াল থেকে সর্বোচ্চ পাঁচ জন খেলোয়াড় জায়গা পেয়েছেন। তারা হলেন- পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো, জার্মান মিডফিল্ডার টনি ক্রুস, ক্রোয়েশিয়ার মিডফিল্ডার লুকা মদ্রিচ, ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো ও স্পেনের ডিফেন্ডার সের্হিও রামোস।

বার্সেলোনা থেকে আছেন চার জন- আর্জেন্টিনার ফরোয়ার্ড লিওনেল মেসি, স্পেনের মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা, উরুগুয়ের ফরোয়ার্ড লুইস সুয়ারেস ও স্পেনের মিডফিল্ডার জেরার্দ পিকে।

একাদশের বাকি দুই সদস্য হলেন ইউভেন্তুসের ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিয়েল আলভেস ও বায়ার্ন মিউনিখের জার্মান গোলরক্ষক মানুয়েল নয়ার।

বর্ষসেরা একাদশ: মানুয়েল নয়ার, মার্সেলো, সের্হিও রামোস, জেরার্দ পিকে, দানিয়েল আলভেস, টনি ক্রুস, লুকা মদ্রিচ, আন্দ্রেস ইনিয়েস্তা, লিওনেল মেসি, লুইস সুয়ারেস, ক্রিস্তিয়ানো রোনালদো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত