১০০ ছাড়ালো বাংলাদেশের লিড

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৭, ১১:৪৮

সাহস ডেস্ক

স্বাগতিকদের থেকে ৫৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে। দ্বিতীয় ইনিংসে সফরকারীদের সংগ্রহ এক উইকেটে ৫০ রান। উইকেটে আছেন মুমিনুল এবং মাহমুদুল্লাহ রিয়াদ।

ওপেনার তামিম ২৫ রান করে বিদায় নেন। স্যান্টনারের বলে বোল্ড হওয়া তামিমের ইনিংসে ছিল দুটি বাউন্ডারির মার। এর আগে রান নিতে গিয়ে কোমরে আঘাত পেয়ে মাঠ ছাড়েন ইমরুল কায়েস। মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে ৩৮ বলে দুই চার আর এক ছক্কায় আসে ২৪ রান। এরপরই মাহামুদুল্লাহ ০৫ রানে ও মেহেদী ০১ রানে বিদায় নেন।

এর আগে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড গুটিয়ে গেছে ৫৩৯ রানে। সাকিব আল হাসানের ব্রেকথ্রুতে প্রথম সেশনে ৫১ রানের ব্যবধানে তিন উইকেট হারানোর পর দ্বিতীয় সেশনে প্রতিরোধ গড়েছিল নিউজিল্যান্ড। বিজে ওয়াটলিং ও মিচেল স্যান্টনার অর্ধশতাধিক রানের জুটি গড়ে প্রথম ইনিংসে ব্যবধান কমানোর চেষ্টা করেছিলেন। তবে ইনিংসের ১৩৩তম ওভারে প্রথমবার বল হাতে নিয়েই বাজিমাত করেন মাহমুদউল্লাহ। এক ওভারেই জোড়া আঘাত হানেন তিনি। ম্যাচ আবার ঘুরে দাঁড়ায় বাংলাদেশের দিকে। এরপরও দারুণ পারফরম্যান্সের দৃষ্টান্ত রেখে প্রথম ইনিংসে সফরকারীরা ৫৬ রানের লিড পায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত