ভারত ও শ্রীলঙ্কা সফরের প্রাথমিক দল ঘোষণা

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৭, ১৭:০৪

সাহস ডেস্ক

নিউজিল্যান্ড সফর শেষেই যেতে হবে ভারত সফরে। ওখানে একটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। 

ভারত সফরের সূচী :
একমাত্র টেস্ট : ৯-১৩ ফেব্রুয়ারি (হায়দরাবাদ)

ভারত সফর শেষে প্রায় এক মাসের জন্য শ্রীলঙ্কায় সফর করবে বাংলাদেশ। ওখানে দুই টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। শ্রীলঙ্কা সফরের আনুষ্ঠানিক কোনও সূচী প্রকাশ না হলেও সম্ভাব্য একটা সূচী প্রকাশ হয়েছে।

শ্রীলঙ্কা সফরের সম্ভাব্য সূচি

টেস্ট সিরিজ
প্রথম টেস্ট, ৭-১১ মার্চ (গল)

দ্বিতীয় টেস্ট, ১৫-১৯ মার্চ (ওভাল)

ওয়ানডে সিরিজ 
প্রথম ওয়ানডে, ২৫ মার্চ (হাম্বানটোটা)

দ্বিতীয় ওয়ানডে, ২৯ মার্চ (ডাম্বুলা)

তৃতীয় ওয়ানডে, ১ এপ্রিল (ডাম্বুলা)

টি-টোয়েন্টি সিরিজ
প্রথম টি-টোয়েন্টি, ৫ এপ্রিল (কলম্বো)

দ্বিতীয় টি-টোয়েন্টি, ৮ এপ্রিল (কলম্বো)

এই দুই সফরের জন্য রবিবার ৩০ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রাথমিক স্কোয়াড: আবদুল মজিদ, এনামুল হক বিজয়, আল-আমিন হোসেন, আলাউদ্দিন বাবু, ইবাদত হোসেন, ইমরুল কায়েস, কামরুল ইসলাম রাব্বী, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি মর্তুজা, মেহেদী হাসান মিরাজ, মমিনুল হক, মেহেদী হাসান সিদ্দীক, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, নাজমুল হোসেন শান্ত, কাজী নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, শফিউল ইসলাম, সাকিব আল হাসান, শুভাশীষ রায়, শুভাগত হোম, সৌম্য সরকার, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, তামিম ইকবাল ও তানভীর হায়দার খান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত