হেলমেট ছাড়া ব্যাটিং নিষিদ্ধ

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৭, ১৮:০২

সাহস ডেস্ক

ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে বহুল প্রত্যাশিত এক পদক্ষেপ গ্রহণ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ব্যাটসম্যানদের জন্য নতুন আইন জারী করে, হেলমেট ছাড়া ব্যাটিং সম্পূর্ণ নিষিদ্ধ করল আইসিসি। আগামী ১লা ফেব্রুয়ারি থেকে আন্তর্জাতিক ম্যাচে কোনো ব্যাটসম্যান  হেলমেট ছাড়া ব্যাটিং করতে পারবেন না। করলে তাকে শাস্তির সম্মূখিন হবে। এমনকি নারী ও পুরুষ; উভয় ক্রিকেটে এই নিয়ম প্রযোজ্য হবে।

আইসিসি বলছে, ‘কোনো ব্যাটসম্যান যদি এই নিয়ম অন্তত দুবার ভাঙেন, তবে তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হবে।’

উল্লেখ্য, বিগত ২০১৬ সালের জুন মাসে আইসিসির ক্রিকেট বিষয়ক কমিটিতে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটসম্যানদের নিরাপত্তার খাতিরে হেলমেট পরা বাধ্যতামূলক  করার সুপারিশ করে। সেই সুপারিশ আমলে নিয়ে পহেলা ফেব্রুয়ারি থেকে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটসম্যানদের হেলমেট ছাড়া ব্যাটিং নিষিদ্ধ করল  আইসিসি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত