এক বছরের জন্য নিষিদ্ধ রাসেল

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৫৭

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ডোপিং আচরণবিধি ভঙ্গের কারণে তাকে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ সময়ে কোনো ধরনের ক্রিকেটেই তিনি অংশ নিতে পারবেন না।

৩১ জানুয়ারি (মঙ্গলবার) তিন সদস্যের স্বাধীন এক প্যানেল রাসেলকে এ নিষেধাজ্ঞা দেয়। চলতি বছরের ৩১ জানুয়ারি থেকে তার নিষেধাজ্ঞা শুরু হয়েছে। যা শেষ হবে ২০১৮ সালের ৩০ জানুয়ারি।

২০১৫ সালে তিনবার ড্রাগ টেস্টে উপস্থিত ছিলেন না রাসেল। এজন্য গত বছর মার্চে তার বিরুদ্ধে অভিযোগ আনে জ্যামাইকা ডোপবিরোধী কমিশন। কেন তিনি ড্রাগ টেস্টে উপস্থিত ছিলেন না এর কারণ জানাতে ব্যর্থ হন রাসেল। আর বিশ্ব ডোপবিরোধী এজেন্সির (ওয়াড) নিয়মানুযায়ী বিষয়টি ড্রাগ টেস্টে ব্যর্থ হওয়ার শামিল।

এ নিষেধাজ্ঞার কারণে রাসেল আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও অংশ নিতে পারবেন না। আইপিএলে তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতেন।