বাংলাদেশ ওপেনে রানারআপ সিদ্দিকুর

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪৭

সাহস ডেস্ক

বসুন্ধরা বাংলাদেশ ওপেনে দ্বিতীয় হয়েছেন সিদ্দিকুর রহমান।

০৪ ফেব্রুয়ারি (শনিবার) কুর্মিটোলা গলফ ক্লাবে শেষ রাউন্ডে পারের চেয়ে পাঁচ শট কম খেলেন বাংলাদেশের সেরা এই গলফার। সব মিলিয়ে পারের চেয়ে ১৩ শট কম খেলে জাজ জানেওয়াত্তানানোন্দের পেছনে থেকে টুর্নামেন্ট শেষ করেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।

প্রথম রাউন্ড থেকেই শীর্ষে থাকা জানেওয়াত্তানানান্দ পরের রাউন্ডগুলোতে কোনো ভুল করেননি। প্রতিযোগিতার শেষ দিনে জানেওয়াত্তানান্দ খুব বাজে করলেই কেবল সিদ্দিকুর শিরোপা জিততে পারতেন। সেটি অবশ্য হয়নি। সিদ্দিকুর ভালো করলেও থাই গলফার ধারাবাহিকই ছিলেন, চার রাউন্ডে পারের চেয়ে মোট ১৭ শট কম খেলে জিতে নিলেন নিজের প্রথম এশিয়ান ট্যুর। সিদ্দিকুর খেলেছেন পারের চেয়ে ১৩ শট কম, মোট চ্যাম্পিয়নের সঙ্গে ৪ শটের ব্যবধান। 

পারের চেয়ে পাঁচ শট কম খেলে বাংলাদেশের দুলাল হোসেন যৌথভাবে পঞ্চদশ ও পারের সমান শট খেলে জামাল হোসেন মোল্লা ২৬তম হয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত