টস জিতে ব্যাটিংয়ে ভারত

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১০:২৫

সাহস ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। বাংলাদেশ সময় সকাল ১০টায় ম্যাচটি শুরু হয়েছে। ফলে ঐতিহাসিক টেস্টে ফিল্ডিংয়ে  নামতে হচ্ছে সাকিব-মুশফিকদের।

৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ফলে ভারতীয়  ব্যাটসম্যানদের অল্প রানে আটকানোর কৌশল নিয়ে প্রথমবারের মতো দেশটির মাটিতে টেস্ট খেলতে নামছে টাইগাররা।

টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ভারতে একটি টেস্ট খেলার সুযোগ ও সৌভাগ্য হয়নি বাংলাদেশের। ২০০০ সালে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলে বাংলাদেশ। এরপর  বাংলাদেশের মাটিতেই আরও ৭টি টেস্ট খেলে দুই দল। ১৭ বছর পর আজ প্রথমবারের মত ভারতের মাটিতে টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। 

দুই দল এখন পর্যন্ত ৮ টেস্ট খেলেছে। ৬টি জিতেছে ভারত। বৃষ্টির কল্যাণে ২টি ম্যাচ ড্র হয়েছে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী  হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি ও তাসকিন আহমেদ।

ভারত একাদশ: মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার উমেশ যাদব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত