মামলায় জিততে পারলেন না নেইমার

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:২৭

সাহস ডেস্ক

চুক্তি সংক্রান্ত মামলায় জিততে পারলেন না বার্সেলোনার ফুটবলার নেইমার।

চার বছর আগে বার্সেলোনায় আসার সময় স্যান্টোসের সঙ্গে ট্রান্সফার ফি বাবদ যে সমস্যা ছিল তা থেকে মুক্ত হতে পারলেন না ব্রাজিলের পোস্টার বয়। একই দশা হয়েছে বার্সেলোনা, স্যান্টোস এবং নেইমারের বাবার সংস্থার। কোনও পক্ষের চুক্তিতেই সামঞ্জস্য ছিল না। 

নেইমারের জন্য চুক্তির ৪০ শতাংশ টাকা স্যান্টোসকে দিয়েছিল বার্সেলোনা। কিন্তু স্যান্টোস পুরো টাকা পায়নি। বাকি টাকা নেইমারের বাবার সংস্থার কাছে গিয়েছিল।

আইনজীবীরা বিচারকের কাছে জানিয়েছেন নেইমার এবং তার বাবার অন্তত দু’‌বছর জেল হওয়া উচিত। সঙ্গে জরিমানা। কিন্তু জেলে সম্ভবত যেতে হবে না নেইমারকে। কারণ এই ধরণের অপরাধ প্রথম করলেন নেইমার। বার্সেলোনা এবং স্যান্টোসের জরিমানার আর্জিও জানিয়েছেন আইনজীবীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত