‘ফুটবলারদের সম্মান দিতে জানে না বার্সেলোনা’

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:২৯

সাহস ডেস্ক

গত মৌসুমে বার্সেলোনা ছেড়ে ইতালির জুভেন্টাসে যোগ দিয়েছেন এই ডিফেন্ডার। বার্সা ছাড়ার পর এই প্রথম সাবেক ক্লাবকে নিয়ে কড়া সমালোচনা করলেন দানি আলভেজ। 

কেবল সমালোচনা করেই ক্ষান্ত হননি তিনি, কাতালান ক্লাবটির পরিচালকদের অকৃতজ্ঞও বলেছেন। বার্সেলোনা পরিচালনার দায়িত্বে থাকা কর্তাদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন ব্রাজিলের এই তারকা ফুটবলার।

দানি আলভেজ মনে করেন, ক্লাবের পক্ষ থেকে বার্সেলোনার ফুটবলারদের যথেষ্ট সম্মান ও মূল্যায়নও করা হয় না। আলভেজ বলেন, ‘যাঁরা বার্সেলোনা চালাচ্ছেন, খেলোয়াড়দের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়, সে সম্পর্কে কোনো ধারণা নেই তাঁদের।’ 

নিজের ট্রান্সফারের অভিজ্ঞতা থেকে আলভেজ বলেন, ‘শেষ তিন বছর প্রতি মৌসুম শেষেই আমার কানে আসত, আমি নাকি ক্লাব ছেড়ে যাচ্ছি। অথচ পরিচালকরা এ বিষয়ে কখনই আমার সঙ্গে আলোচনা করেননি। বার্সা যখন ট্রান্সফার নিষেধাজ্ঞায় পড়ল, কেবল তখনই তারা চুক্তি নবায়নের কথা বলেছে। এরপর আমি চুক্তি বাড়াতে রাজি হইনি।’

এরপরই ক্লাব পরিচালকদের ঠক ও অকৃতজ্ঞ বলেন আলভেজ। ‘তারা অকৃতজ্ঞ। আমাকে আমার প্রাপ্য সম্মানটুকু দেয়নি তারা। ফুটবলারদের সম্মান করা উচিত তাদের। কারণ, প্রত্যেক ফুটবলারের ভেতরে একজন মানুষ থাকে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত