পোর্তোকে হারিয়ে শেষ আটের পথে এগিয়ে জুভেন্তুাস

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১২:০১

সাহস ডেস্ক

২-০ গোলের জয়ে শেষ আটের পথে অনেকটা এগিয়ে গেছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্তুাস।

১৯৯৩ সালের পর ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে এই প্রথম ইতালির কোনো দলের কাছে হারলো পর্তুগালের দল পোর্তো।

পোর্তোর মাঠে ২২ ফেব্রুয়ারি (বুধবার) প্রথম সত্যিকারের সুযোগটি তৈরি করে জুভেন্তুাস। ২৩তম মিনিটে গনসালো হিগুয়াইনের কাছ থেকে বল পেয়ে বুলেট গতির শট লক্ষ্যে রাখতে পারেননি পাওলো দিবালা।

তিন মিনিটের মধ্যে দুই হলুদ কার্ড দেখে ২৭তম মিনিটে মাঠ ছাড়েন পোর্তোর আলেক্স তেলেস।

৪৩তম মিনিটে সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ হিগুয়াইনকে হতাশ করেন কাসিয়াস। প্রথমার্ধের যোগ করা সময়ে দিবালার শট ফেরানোর কোনো সুযোগই ছিল না তার। কিন্তু বল পোস্টে লেগে বাইরে গেলে বেঁচে যায় স্বাগতিকরা।

একের পর এক আক্রমণ করেও পোর্তো জমাট রক্ষণ ভাঙতে পারছিল না জুভেন্তুাস। ৭০তম মিনিটে বদলি ফরোয়ার্ড মার্কো পিয়াতসা ভাঙেন স্বাগতিকদের প্রতিরোধ। দিনামো জাগরেভ থেকে আসা ক্রোয়েশিয়ান উইঙ্গারের প্রথম গোলে এগিয়ে যায় মাস্সিমিলিয়ানো আলেগ্রির শিষ্যরা।

পিয়াতসার মতো মাঠে নামার পরপরই গোল পান দানি আলভেসও। দুই স্পর্শে কাসিয়াসকে ফাঁকি দেন ব্রাজিলের এই ডিফেন্ডার। ৮৬তম মিনিটে খেদিরার প্রচেষ্টা একটুর জন্য লক্ষ্যে না থাকায় ব্যবধান আর বাড়েনি।

প্রতিপক্ষের মাঠে তেমন কোনো পরীক্ষায় পড়তে হয়নি জানলুইজি বুফনকে। সব ধরনের প্রতিযোগিতায় এ নিয়ে সাত ম্যাচের মধ্যে ছয়বারই তাকে ফাঁকি দিয়ে জালে গেল না বল। দ্বিতীয় লেগে পোর্তোর জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন তিনিই।

দিনের অন্য ম্যাচে সেভিয়ার মাঠে ২-১ গোলে হেরেছে ইংলিশ চ্যাম্পিয়ন লেস্টার সিটি। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত