বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

আবারো দেশ সেরা কক্সবাজার পেকুয়া

প্রকাশ : ০৪ মার্চ ২০১৭, ১৯:১৩

আবারো ইতিহাসে নাম লেখালেন কক্সবাজারের পেকুয়া উপজেলা। সপ্তমবারের মতো আয়োজিত দেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যলয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চট্টগ্রাম বিভাগের টৈইটং সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশ সেরা হয়েছে।

বৃহস্পতিবার (২মার্চ) দুপুরে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চট্রগ্রাম বিভাগের পেকুয়া উপজেলার টৈটং সরকারি প্রাথমিক বিদ্যালয় সিলেট বিভাগের জৈন্তাপুর উপজেলার কামরাঙ্গীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কে ৫-৪ গোলে হারিয়ে এই শিরোপা অর্জন করে।

খেলা শেষে অনুষ্টানের প্রধান অথিতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন টইটং সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে চ্যাম্পিয়ন ট্রপি প্রদান করেন। সেরা খেলোয়াড় এবং সেরা গোলদাতা হয়ে বঙ্গবন্ধু গোলকাপের গোল্ডেন বুট পেয়েছেন মিনার উদ্দিন বুলেট। তিনি কক্সবাজারের টৈটং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। পুরো টুর্ণামেমেন্টে তারা অপরাজিত ছিল।

এদিকে বিটিবি সরাসরি সম্প্রসারিত খেলা উপভোগ দেখা গেছে পেকুয়া উপজেলার হাজার ছাত্র জনতা। খেলা শেষে পেকুয়া উপজেলার টৈইটং সরকারি প্রাথমিক বিদ্যালয় জযী হলে পুরো উপজেলায় বাধভাঙ্গা উচ্ছাস দেখা যায়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের শিক্ষার্থীরা হাজার হাজার আপামর জনসাধারন মিছিল সহকারে উপজেলার প্রাঙ্গন মুররিত করে তুলে। মগনামা, রাজাখালী, বারাবাকিয়া, টৈইটং, পেকুয়া, শিলখালী সহ উপজেলার সকল ইউনিয়নের সর্বস্থরের জনসাধরণ বাদ্যযন্ত্রসহ রাস্তায় নেমে এসে আনন্দ মিছিল করে উল্লাস প্রকাশ করেছে। এদিকে আনন্দে উদ্বেলিত জনতাকে আরো উৎসাহিত করতে পেকুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার হানিফ চৌং উপস্থিত জনতাকে মিষ্টিমুখ করিয়ে করান।

উল্লেখ্য যে, একই টুর্নামেন্টে ২০১৫ সালে পেকুয়া উপজেলা জাতীয় চ্যাম্পিয়ন এবং২০১৪ সালে রানার্স আাপ হয়। ২০১৫ সালে চ্যাম্পিয়ন হয়েছিল পেকুয়ার রাজাখালী ইউনিয়নের এয়ার আলী খান সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২০১৪ সালে রানার্স আপ হয়েছিল একই ইউনিয়নের ফৈজুন্নেচ্ছা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত