রামোসের জোড়া গোলে কোয়ার্টারে রিয়াল

প্রকাশ : ০৮ মার্চ ২০১৭, ১৩:০২

সাহস ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নেপোলির বিপক্ষে দুরন্ত জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। সার্জিও রামোসের জোড়া গোলে ইতালিয়ান ক্লাবটিকে ৩-১ গোলে হারিয়ে শেষ আটে উঠে জিদানের শিষ্যরা।

৭ মার্চ (মঙ্গলবার) রাতে নেপোলির ঘরের মাঠে আতিথ্য নেয় রিয়াল। ঘরের মাঠে দুরন্ত সূচনাই করেছিল স্বাগতিকরা। বেলজিয়াম উইঙ্গার ড্রেইস মার্টনেসের গোলে ২৪ মিনিটেই লিড নেয় নেপোলি। বাঁ-পায়ের কোনাকুনি শটে রিয়ালের জালে লক্ষ্যভেদ করেন তিনি।

এর পাঁচ মিনিট পরেই সমতায় ফেরার সুযোগ পায় রিয়াল। তবে ইনজুরি থেকে ফেরা রিয়ালের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর শট পোস্টে লেগে ফিরে আসলে সেবার হতাশই হতে হয়েছে রিয়ালকে।

১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে নিজেদের খুঁজে পায় রিয়াল। একের পর এক জোরালো আক্রমণ করতে থাকে নেপোলির জালে। তবে রোনালদো, বেল কিংবা বেনজেমা নন, রিয়ালের জয়ের নায়ক এবার রামোস। ছয় মিনিটের ব্যবধানে দুই গোল করেন রিয়াল অধিনায়ক। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে টনি ক্রুসের কর্নার থেকে হেড করে রিয়ালকে সমতায় ফেরান তিনি।

এরপর ৫৭তম মিনিটে আবারো টনি ক্রুসের কর্নারে বুলেট হেডে গোল করে নাপোলির সব আশা শেষ করে দেন রামোস। ম্যাচের অতিরিক্ত সময়ে বদলি স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতা রিয়ালের হয়ে তৃতীয় গোলটি করেন। রোনালদোর শট নাপোলি গোলরক্ষক রেইনা আটকে দিলেও ফিরতি শটে বল জালে জড়ান তিনি।

দুই লেগ মিলিয়ে ৬-২ গোলে জিতে টানা সপ্তমবারের মতো ইউরোপের ক্লাব ফুটবলের সব বড় আসরের শেষ আটে পৌঁছে গেল তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত