শীর্ষস্থান পুনরুদ্ধার রিয়ালের

প্রকাশ : ১৩ মার্চ ২০১৭, ১১:২৯

সাহস ডেস্ক

দোপোর্তিভো লা করুনার মাঠে বার্সেলোনা হেরে যাওয়ায় শীর্ষস্থান পুনরুদ্ধারের সুযোগ পেয়ে যায় রিয়াল মাদ্রিদ।

১৯ মার্চ (রবিবার) রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে লা লিগায় ম্যাচটি ২-১ গোলে জিতেছে রিয়াল। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়া দলটি ক্রিস্তিয়ানো রোনালদোর নৈপুণ্যে সমতায় ফেরে। আর শেষদিকে জ্বলে ওঠেন সার্জিও রামোস, এনে দেন জয়সূচক গোল।

গোলরক্ষকের ভুলে ২৫তম মিনিটে পিছিয়ে পড়ে রিয়াল। সানাবরিয়ার নীচু শট সহজেই ঠেকানো উচিত ছিল কেইলর নাভাসের। শুয়ে পড়ে বলের গতি কমিয়েছিলেন ঠিকই; কিন্তু দ্বিতীয় প্রচেষ্টায় ধরতে গেলে উল্টো তার আঙুলের টোকায় ভিতরে ঢুকে যায়। ৪১তম মিনিটে সমতায় ফেরে রিয়াল। বাঁ-দিক থেকে মার্সেলোর দারুণ ক্রস ছয় গজ বক্সের বাইরে পেয়ে বিনা বাধায় হেডে এবারের লিগে নিজের ১৯তম গোলটি করেন রোনালদো।

অবশেষে ৮১তম মিনিটে রামোসের নৈপুণ্যে এগিয়ে যায় রিয়াল। টনি ক্রুসের কর্নারে এবারও হেডেই বল জালে পাঠান তিনি। গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির বিপক্ষে দলকে জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। হেডে একটি গোল করা ছাড়াও আরেকটি গোলে মুখ্য ভূমিকা ছিল অধিনায়কের।

এই জয়ে ২৬ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরল রিয়াল। দেপোর্তিভোর মাঠে ২-১ গোলে হেরে যাওয়া বার্সেলোনা ২৭ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত