‘প্রতিটি রান গুরুত্বপূর্ণ’

প্রকাশ : ২৬ মার্চ ২০১৭, ১৫:২৪

সাহস ডেস্ক

ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির স্বাদ পেয়েছেন তামিম ইকবাল। ১৪২ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১২৭ রান করেন তামিম ইকবাল। শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। দেশের বাইরে তৃতীয়।

সেঞ্চুরি ও জয় পাওয়ায় তামিম বেশ খুশি। ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরিকে অন্যান্য সেঞ্চুরির জায়গায় স্থান দিয়েছেন তামিম। রেখেছেন অষ্টম স্থানে। কেন? সেই ব্যাখ্যাও দিয়েছেন ম্যাচ শেষে।

‘আমি সব সময় বলে এসেছি সব সেঞ্চুরি আমার কাছে সমান। সব সেঞ্চুরি আমার কাছে স্পেশাল। সব থেকে বড় কথা আমার প্রতিটি রান গুরুত্বপূর্ণ।’

সবগুলোতে এক জায়গায় স্থান দিলেও তামিম আজকের সেঞ্চুরিকে বিশেষভাবে দেখছেন কারণ প্রচণ্ড গরমে শুরু থেকে প্রায় শেষ পর্যন্ত ব্যাটিং করার কাজটা সহজ ছিল না। তার ভাষ্য,‘অন্যান্যদের মত এটাও অনেক স্পেশাল। তবে এটা ভিন্ন। কারণ এখানকার কন্ডিশন অনেক ভিন্ন। যে গরম ছিল ওই গরমে প্রায় ৪৭ ওভার ব্যাটিং করা খুব সহজ কাজ না। যে ম্যাচগুলোতে আমরা জিতি এবং আমি যদি সেগুলোতে সেঞ্চুরি করি অবশ্যই সেই ম্যাচগুলো আমার কাছে স্পেশাল।’

বাংলাদেশ আজ স্কোরবোর্ডে ৩২৪ রান সংগ্রহ করেছে।যা বাংলাদেশের তৃতীয় দলীয় সর্বোচ্চ। শ্রীলঙ্কার বিপক্ষে এবং শ্রীলঙ্কার মাটিতে সর্বোচ্চ। নিজেদের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে তামিম বলেন,‘আমরা কঠোর পরিশ্রম করেছি। সাব্বির অসাধারণ ব্যাট করেছে। সাকিবের সঙ্গে আমার খুব ভালো একটা জুটি হয়েছে। একটা সময়ে ওরা ভালো বোলিং করেছে তখন আমরা টিকে ছিলাম। ওই সময়টা গুরুত্বপূর্ণ ছিল। আমাদের প্রান্ত বদল করে খেলতে হয়েছে, বাউন্ডারির অপেক্ষায় থাকতে হয়েছে। সেঞ্চুরি পাওয়া, সেই ম্যাচে দলের জেতা- এটা অসাধারণ এক অনুভূতি।’

উইকেট নিয়ে তামিমের ভাষ্য,‘উইকেট শুরু থেকেই খানিকটা মন্থর ছিল। কিছু বল স্কিট করছিল। কিছু বল থামছিল। আমার মনে হয়, এই উইকেটে ৩২০ রান করে আমরা ব্যাটিংয়ে খুব ভালো করেছি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত