সিরিজ নিশ্চিত করতে মাঠে নামবে বাংলাদেশ

প্রকাশ : ২৮ মার্চ ২০১৭, ১২:১০

সাহস ডেস্ক

প্রথম ম্যাচের ওই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত হবে। এর আগে বাংলাদেশ ২১ বার ওয়ানডে শিরোপা জিতেছে। এরমধ্যে মাত্র চারবার বিদেশের মাটিতে। যার সর্বশেষটা ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৪-১ ব্যবধানে।

ডাম্বুলায় উদযাপনটা সেরে যেতে চায় টাইগাররা। ২৮ মার্চ (মঙ্গলবার) রানগিরি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা তিনটায় মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে।

টানা ৬ সিরিজ জয়ের কারণে আইসিসি র‌্যাংকিংয়ের ৭ নম্বরে উঠে আসে মাশরাফিরা। এরপর গত এক বছর ধরে একই অবস্থানে আছে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে বাংলাদেশ ২০১৯ সালে সরাসরি বিশ্বকাপ খেলার পথটা আরও সহজ করার সুযোগ পাবে। আজ জিতলে মাশরাফিদের পয়েন্ট হবে ৯৩। সরাসরি বিশ্বকাপ খেলার পথে তখন অনেকটাই এগিয়ে থাকবে বাংলাদেশ।

সিরিজ জিততে কঠিন লড়াই করতে হবে টাইগারদের। দ্বিতীয় ওয়ানডের আগে স্বাগতিকদের সুবিধা কাজে লাগিয়ে পেস বোলিং নির্ভর উইকেট তৈরি করা হয়েছে। আগের ম্যাচের চেয়ে এই উইকেটে আচরণগত পার্থক্য থাকবে। উইকেটে অনেকটাই ঘাস রয়েছে।লঙ্কান টিম ম্যানজমেন্ট এজন্য মঙ্গলবার দুইজন পেসারকে নতুন করে তালিকাভুক্ত করেছে। যার মধ্যে নুয়ান কুলাসেকারাও রয়েছে। অভিজ্ঞ এই পেসার বাংলাদেশের জন্য হুমকি হয়ে উঠলেও উঠতে পারেন।

লঙ্কান দলটিতে অনভিজ্ঞতা স্পষ্ট। সর্বশেষ হোমসিরিজে অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ হয়েছে তারা ৪-১ ব্যবধানে। এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজে সবগুলো ম্যাচই বড় ব্যবধানে হেরেছে। অন্যদিকে মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ দল নিজেদের ইতিহাসে সেরা সময় কাটাচ্ছে। ডাম্বুলার ওয়ানডে জয় ছিল তার অধীনে বাংলাদেশের ২৪তম জয়। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত