৩১১ রানে অলআউট শ্রীলঙ্কা; তাসকিনের হ্যাটট্রিক

প্রকাশ : ২৮ মার্চ ২০১৭, ১৮:৫৮

সাহস ডেস্ক

ডাম্বুলায় দ্বিতীয় ওডিআইতে টস হেরে ফিল্ডিং করছে টাইগাররা। শেষ ওভারে হ্যাটট্রিকে তিনটি উইকেট নিলেন তাসকিন।

স্ট্যামম্পিংয়ে ৭ম উইকেট ফেলেন মুশফিক। এর আগে মিরাজের স্পিন যাদুতে বোল্ড মিলিন্ডা সিরিবর্ধনা (৩০)।

শ্রীলঙ্কার সংগ্রহ ৪৯.৫ ওভার শেষে সব উইকেট হারিয়ে ৩১১ রান। 

থারাঙ্গা-মেন্ডিস জুটিতে ভালই খেলছিল শ্রীলঙ্কা। নো বলে রানআউট হয় উপুল থারাঙ্গা (৬৫)। থারাঙ্গার বিদায়ের পর মারদাঙ্গা ব্যাটিংয়ে রান এগিয়ে নিচ্ছিলো চান্দিমাল-মেন্ডিস। সেঞ্চুরিয়ান কুশল মেন্ডিসকে (১০২) ফিরিয়ে উইকেটের খাতায় নাম লিখিয়েছেন তাসকিন আহমেদ। মেন্ডিসের শট কাঁধে আঘাত হানার পর পেছনে দৌড়ে গিয়ে শূন্যে থাকা বল তালুবন্দি করেন তাসকিন।

আগের ওভারেই (৩৭তম) মেন্ডিস-চান্দিমাল জুটি (৮৩) ভেঙে ব্রেকথ্রু এনে দেন মোস্তাফিজুর রহমান। দলীয় ২১২ রানে এলবিডব্লুর শিকার হন দিনেশ চান্দিমাল (২৪)।

ডাম্বুলায় দ্বিতীয় ওডিআইতে টস হেরে ফিল্ডিং করছে টাইগাররা। তৃতীয় ওভারের মাথায় প্রথম উইকেট এনে দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। মুশফিকুর রহিমের গ্লাভসবন্দি হয়ে সাজঘরে ফেরেন লঙ্কান ওপেনার দানুস্কা গুনাথিলাকা (৯)।

ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে একাদশে তিনটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা দল। বাদ পড়েছেন সাচিথ পাথিরানা, লক্ষণ সান্দাকান ও লাহিরু কুমারা। পেস শক্তি বাড়াতে দলে ফিরেছেন অভিজ্ঞ নুয়ান কুলাসেকারা ও নুয়ান প্রদীপ। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার কথা থাকলেও হাতের ইনজুরিতে ছিটকে গেছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিরোশান ডিকওয়েলা। তার জায়গায় ডাক পেয়েছেন অফস্পিন অলরাউন্ডার দিলরুয়ান পেরেরা। বাংলাদেশ একাদশ অপরিবর্তিত।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা দল: দানুস্কা গুনাথিলাকা, উপুল থারাঙ্গা (অধিনায়ক), কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল (উইকেটরক্ষক), আসিলা গুনারাত্নে, মিলিন্ডা সিরিবর্ধনা, থিসারা পেরেরা, দিলরুয়ান পেরেরা, সুরাঙ্গা লাকমল, নুয়ান কুলাসেকারা, নুয়ান প্রদীপ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত