বাছাই পর্বে চার ম্যাচ নিষিদ্ধ মেসি

প্রকাশ : ২৮ মার্চ ২০১৭, ২০:৫৮

সাহস ডেস্ক

মাত্র আর ছয় ঘণ্টা বাকি আছে বলিভিয়া ম্যাচের। এর মধ্যেই আর্জেন্টিনা শিবির শুনল সবচেয়ে বড় দুঃসংবাদ। নিষিদ্ধ হয়েছেন অধিনায়ক লিওনেল মেসি! 

বিশ্বকাপ বাছাইপর্বে মোট চারটি ম্যাচে নিষিদ্ধ থাকবেন আর্জেন্টাইন অধিনায়ক। অভিযোগ, দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে সর্বশেষ ম্যাচে ব্রাজিলিয়ান সহকারী রেফারি ডিউসন সিলভার উদ্দেশ্যে কুৎসিত গালি দিয়েছিলেন মেসি। 

কিছুক্ষণ আগেই আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন ও মেসিকে এই শাস্তির কথা জানিয়েছে ফিফা। আর্জেন্টিনার ম্যাচই বাকি আছে ৫টি। এর মধ্যে চার ম্যাচেই খেলতে পারবেন না। এমনিতে পয়েন্ট টেবিলের তিনে থাকলেও আর্জেন্টিনা খুব একটা স্বস্তিতে নেই। 

আর্জেন্টিনা অনুমিতভাবেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে। তবে আজ বলিভিয়া ম্যাচে মেসির খেলা হচ্ছে না, এটা এ রকম নিশ্চিত। আর্জেন্টিনার হয়ে অভিষেক ম্যাচে লাল কার্ড দেখা মেসি তার পুরো ক্যারিয়ারে আর কখনো লাল কার্ডও দেখেননি। এটাই তাঁর ক্যারিয়ারে শৃঙ্খলাজনিত কারণে সবচেয়ে বড় শাস্তি। সেটিও আর্জেন্টিনার সবচেয়ে কঠিন সময়গুলোর একটিতে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত