বাহরাইনে অনুষ্ঠিতব্য ডেভিস কাপে অংশ নিচ্ছে বাংলাদেশ

প্রকাশ : ৩০ মার্চ ২০১৭, ১৮:৩৬

সাহস ডেস্ক

অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘২০১৭ ডেভিস কাপ এশিয়া/ওশানিয়া জোন গ্রুপ-৪’ এর প্রতিযোগিতা।

আগামী ০৩-০৭ এপ্রিল ২০১৭ পর্যন্ত বাহরাইনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় স্বাগতিক বাহরাইন সহ, বাংলাদেশ, কম্বোডিয়া, ইরাক, কিরঘিজস্তান, মঙ্গোলিয়া, মায়ানমার, ওমান, সৌদি আরব, সিঙ্গাপুর, তাজিকিস্তান ও ইয়েমেন অংশগ্রহণ করবে।

বাংলাদেশ টেনিস ফেডারেশনের যুগ্ম-সম্পাদক মঈনউদ্দিন ওয়ালিউল্লাহ এর নেতৃত্বে ৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট বাংলাদেশ দল অংশগ্রহণ করবে।

দলের খেলোয়াড়গণ হচ্ছেন : শ্রী অমল রায়, মোহাম্মদ মামুন বেপারী, ফারুক হোসেন ও মো: জুয়েল রানা। বাংলাদেশ দল ৩১ মার্চ ২০১৭ গালফ এয়ার যোগে বাহরাইনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। ২ এপ্রিল ২০১৭ ক্যাপ্টেনস মিটিং অনুষ্ঠিত হবে। ০৩ মার্চ ২০১৭ হতে প্রতিযোগিতা শুরু হবে এবং ০৭ এপ্রিল ২০১৭ পর্যন্ত চলবে। বাংলাদেশ দল ০৮ এপ্রিল ২০১৭ দেশে প্রত্যাবর্তন করবে।

গালফ এয়ার বাংলাদেশ ডেভিস কাপ দলের অফিসিয়াল পার্টনার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত