‘বার্সেলোনা বার্সেলোনাই! বিশ্বাস রাখলেই প্রত্যাবর্তন সম্ভব’

প্রকাশ : ১৭ এপ্রিল ২০১৭, ১৩:৫৮

সাহস ডেস্ক

পিএসজির বিপক্ষে শেষ ষোলোতে যেমন স্মরণীয় এক প্রত্যাবর্তনের গল্প লিখেছে বার্সা, সেই একই রকম গল্প জুভেন্টাসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে লিখতে পারবেন বলে দারুণ আশাবাদী নেইমার। 

তবে জুভেন্টাসের শক্তি সম্পর্কে তো ভালো ধারণাই আছে নেইমারের। তিনি বলেন, ‘ঘুরে দাঁড়াতে আমাদের অসাধারণ কিছু করতে হবে। এখন পর্যন্ত যা অবস্থা, আমাদের শতকরা এক ভাগ সুযোগ আছে পরের রাউন্ডে খেলার। বাকি ৯৯ ভাগ আমাদের পক্ষে আনতে হবে পরিশ্রম, আত্মবিশ্বাস, প্রবল ইচ্ছা, গোল সবকিছু মিলিয়ে।’ 

আগামী ১৯ এপ্রিল (বুধবার) ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের বিপক্ষে ইউরোপিয়ান আসরে শেষ আটের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে বার্সা। যেখানে তুরিনে প্রথম লেগে ৩-০ গোলে হেরে বেশ পিছিয়ে আছে কাতালানরা।

প্রথম লেগে প্যারিসে ৪-০ গোলে হেরে এসে ন্যু ক্যাম্পে ফিরতি লেগে ৬-১ গোলের জয়। পিএসজির বিপক্ষে বার্সেলোনার ওই প্রত্যাবর্তন চ্যাম্পিয়নস লিগের ইতিহাসেই সেরা। কিন্তু কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জুভেন্টাসের মাঠে আবার ৩-০ গোলের হার! গোলের হিসেবে এবার হয়তো কাজটা শেষ ষোলোর চেয়ে ‘সহজ’ দেখাচ্ছে, কিন্তু আসলে বরং উল্টো। জুভেন্টাসের রক্ষণদুর্গ ইউরোপের অন্যতম সেরা। সেই দলের বিপক্ষে তিনের বেশি গোল দেওয়া পিএসজিকে ছয় গোল দেওয়ার চেয়েও কঠিন মনে করছেন অনেকেই। 

কিন্তু বার্সা কোচ লুইস এনরিকে মনে করছেন, এটাও সম্ভব। খুবই সম্ভব ভাবছেন তার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারও। স্প্যানিশ একটি টেলিভিশনকে বলেছেন, ‘আমাদের শুধু বিশ্বাস রাখতে হবে যে আমরা এটা পারব। প্রথম লেগের পর যেকোনো দলের চেয়ে আমরা পিছিয়ে থাকতেই পারি। কিন্তু বার্সেলোনা বার্সেলোনাই। আমরা পারব। সব ঠিক থাকলে আরও একটা স্মরণীয় প্রত্যাবর্তন সম্ভব।’ 

সূত্রঃ গোল ডটকম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত