বার্সার সামনে আরেকটি ইতিহাসের হাতছানি

প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৭, ১৪:২২

সাহস ডেস্ক

ইতিহাসের সেরা প্রত্যাবর্তনের পর বার্সার সামনে আরেকটি ইতিহাসের হাতছানি। অলৌকিকভাবে পিএসজিকে হারিয়ে অসম্ভবকে একবার সম্ভব করেছে মেসি-নেইমার-সুয়ারেজরা। 

চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে আজ ১৯ এপ্রিল (বুধবার) দিবাগত রাত ১২.৪৫ মিনিটে মুখোমুখি হবে বার্সেলোনা বনাম জুভেন্টাস (দ্বিতীয় লেগ)। সরাসরি দেখাবে টেন ২।  

সব প্রতিযোগিতা মিলে জুভেন্টাসের সঙ্গে এখন পর্যন্ত ১১ বারের দেখায় চার জয় বার্সার। বাকি পাঁচটি ম্যাচে জিতেছে জুভেন্টাস। তবে ম্যাচটা ক্যাম্প ন্যুতে হওয়ায় বাড়তি আশা জাগতেই পারে কাতালানদের মনে। সবশেষ নিজেদের মাঠে ১৫টি চ্যাম্পিয়নস লিগের লড়াইয়ে একবারও হারেনি বার্সা। তাছাড়া এই মঞ্চে জুভেন্টাসের সঙ্গে সর্বশেষ ২০০৩ সালের চ্যাম্পিয়নস লিগে দেখা হয়েছিল মেসিদের। ওই ম্যাচে ২-১ ব্যবধানে জয় পায় স্বাগতিকরা।

বার্সাকে নিয়ে বেশ সতর্ক জুভেন্টাস। ডিফেন্ডার জর্জো কিয়েল্লিনির কপালে চিন্তার ভাঁজ ফেলে দিলেন মেসি-নেইমার-সুয়ারেজ। ‘বার্সার আক্রমণভাগ বিশ্বসেরা। ওদের তিন ফরোয়ার্ড বিশ্বের সেরা পাঁচজনের তিনজন। ওরা ঠিক হাঙরের মতো। আপনি ওদের সামনে একটু অলসতা করলে, ওরা আপনাকে শেষ করে দেবে। ওদের যতটা সম্ভব আটকে রাখতে হবে। ওদের পায়ে বল যাওয়ার পরপরই কেড়ে নিতে হবে।’

মাঠে নামার আগে খানিকটা দুঃসংবাদও শুনতে হচ্ছে বার্সা সমর্থকদের। ইনজুরির কারণে সাইড বেঞ্চে থাকতে হচ্ছে বার্সার ডিফেন্সিভ মিডফিল্ডার সার্হিও বুর্গোসকে। সঙ্গে একাদশে থাকছেন না মধ্যমাঠের তারকা খেলোয়াড় আলেক্স ভিদাল এবং রাফিনিয়া। সেক্ষেত্রে মেসি, নেইমার, সুয়ারেজ, পিকে, উমিতি, আলবা, রাকিটিসদের নিয়ে দল গড়তে হচ্ছে লুইস এনরিকের।

তবে জুভেন্টাসের জন্য তেমন কোনো খারাপ খবর নেই। একমাত্র মার্কো পাজাকা ছাড়া পুরো শক্তির স্কোয়াড হাতে আছে মাসিমিলিয়ানো অ্যালেগ্রির। বিশ্বের সেরা গোলরক্ষক বুফন, আলভেজ, দিবালা, হিগুয়েনদের নিয়ে একাদশ সাজাবে জুভি বস।

বার্সেলোনা একাদশ (সম্ভাব্য): আন্দ্রে টের স্টেগেন, সার্জিও রবার্তো, জেরার্ড পিকে, স্যামুয়েল উমিতি, জর্ডি আলবা, আন্দ্রেস ইনিয়েস্তা, গোমেজ, লিওনেল মেসি, লুইস সুয়ারেজ এবং নেইমার।

জুভেন্টাস একাদশ (সম্ভাব্য): জিয়ানলুইজি বুফন, দানি আলভেস, বানুচ্চি, জর্জিও চিয়েলিনি, অ্যালেক্স সান্দ্রো, হুয়ান গিয়ের্মো কুয়াদ্রাদো, মিরালেম পিজানিক, সামি খেদিরা, মারিও মান্দজুকিক বার্জাগলি, দিবালা এবং হিগুয়েন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত