অনন্য এক অর্জনের কাছে বার্সেলোনা

প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৭, ১৩:২৯

সাহস ডেস্ক

এবারের মৌসুমে অনন্য এক রেকর্ডই গড়তে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।  গোল হজম করলেও ইউরোপীয় লিগে এখন পর্যন্ত পেনাল্টিতে একটি গোলও হজম করতে হয়নি কাতালানদের। এমনকি ২৩ এপ্রিল (রবিবারের) এল ক্লাসিকোতেও ছিল না কোনও স্পট কিক! শুধু ইউরোপীয় লিগেই নয়, লা লিগাতেও পেনাল্টি হজম না করার তালিকায় একমাত্র হিসেবে রয়েছে বার্সা।

তবে কিছুদিন আগ পর্যন্ত তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। কিন্তু সবশেষ মেইঞ্জের বিপক্ষে ২-২ গোলের ম্যাচের পর সেই তালিকা থেকে ছিটকে যায় জার্মান জায়ান্টরা। ফলে এখন এককভাবে শীর্ষেই রয়েছে বার্সেলোনা। লা লিগা, প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগা, সিরি আ ও লিগ ওয়ানে সবার চেয়ে এগিয়ে লুই এনরিকের দল।

ইউরোপীয় লিগে কম পেনাল্টি পাওয়া দল:

১. বার্সেলোনা- ০

২. ডর্টুমন্ড, বায়ার্ন ও জুভেন্টাস-১

৩. টটেনহ্যাম, হফেনহেইম, ক্রিস্টাল প্যালেস, পিএসজি, মার্সেলি, স্টোক সিটি, বায়ার লেভারকুসেন, চেলসি, অ্যানজার্স, এসপানিওল-২

লা লিগায় কম পেনাল্টি পাওয়া দল:

১. বার্সেলোনা- ০

২. এসপানিওল-২

৩. রিয়াল বেতিস, অ্যাথলেটিক, সেভিয়া ও দেপোর্তিভো-৩

৪. রিয়াল মাদ্রিদ, এইবার, গ্রানাদা ও অ্যাতলেতিকো-৪

সূত্রঃ মার্কা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত