মুমিনুলের বিধ্বংসী ব্যাটিংয়ে গাজীর বড় সংগ্রহ

প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৭, ১৪:৫৯

সাহস ডেস্ক

ওয়ানডে দলে উপেক্ষিত মুমিনুল হক খেলেছেন ক্যারিয়ার সেরা ইনিংস। বিধ্বংসী ব্যাটিংয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে এনে দিয়েছেন বড় সংগ্রহ।

২০১৫ সালের ফেব্রুয়ারির পর থেকে দেশের হয়ে ওয়ানডেতে খেলা হয়নি মুমিনুলের। তার আগের বছর থেকে উপক্ষিত টি-টোয়েন্টিতে।

৫৪ বলে অর্ধশতক করা মুমিনুল লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের তৃতীয় শতকে পৌঁছান ৮৯ বলে। বাঁহাতি ব্যাটসম্যান তিন অঙ্কে যাওয়ায় তার দলের চেয়ে মুশফিক-তুষারদের আনন্দই যেন ছিল বেশি। তাদের দাবিটা ছিল আরও বড়, মুমিনুলের কাছ চাইছিলেন দুইশ রানের ইনিংস!

শতকের পর আরও চড়াও হন মুমিনুল। দ্রুত পৌঁছে যান দেড়শ রানে। তার তৃতীয় অর্ধশতক আসে মাত্র ২৮ বলে। চতুর্থ উইকেটে পারভেজ রসুলের সঙ্গে ১২.৪ ওভারে উপহার দেন ১০১ রানের বিধ্বংসী এক জুটি। গাজীর নজর তখন সাড়ে তিনশ’ রানে। ফরহাদ রেজাকে স্লগ করতে গিয়ে ক্যাচ দেন ডিপ মিডউইকেটে। সব মিলিয়ে ১২০ বলের অসাধারণ ইনিংসটি গড়া ১৬টি চার ও ৬টি ছক্কায়।

শেষ ছয় ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্কে যান কেবল মেহেদী (১৫ বলে ২২*)। শূন্য রানে ফিরেন সোহরাওয়ার্দী শুভ, আবু হায়দার। ১ রান করে ফিরেন নাদিফ চৌধুরী, আলাউদ্দিন বাবু ও শফিউল ইসলাম। 

৪১ রানে ৪ উইকেট নিয়ে দোলেশ্বরের সেরা বোলার ফরহাদ। দেলোয়ার হোসেন ৩ উইকেট নেন ৩৯ রানে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত