অবশেষে চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা ভারতের

প্রকাশ : ০৮ মে ২০১৭, ১৬:৪০

সাহস ডেস্ক

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি-২০১৭’র জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এ নিয়ে আইসিসির গুরুত্বপূর্ণ ইভেন্টে খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার একদিনের মধ্যে দল ঘোষণা করলো বিসিসিআই।

সোমবার (৮ মে) ঘোষণা করা এ দলে বড় চমক পেসার মোহাম্মদ শামি। প্রায় ২ বছর পর ওয়ানডে দলে ফিরলেন তিনি। সবশেষ ওয়ানডে খেলেন ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

এর আগে চমক দিয়ে ৩ বছর পর চলতি বছরের শুরুতে ওয়ানডে সিরিজে ফেরেন ড্যাশিং ব্যাটসম্যান যুবরাজ সিং। চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা ধরে রেখেছেন তিনি।

চোট কাটিয়ে দলে ফিরেছেন হার্ডহিটার রোহিত শর্মা। নতুনদের মধ্যে জায়গা ধরে রেখেছেন মনীশ পান্ডে। তবে আবারো ব্রাত্য হলেন অফস্পিনার হরভজন সিং। আইপিএলে দুর্দান্ত পারফরম করার সুবাদে চ্যাম্পিয়নস ট্রফির দলে তিনি ফিরবেন বলে গুঞ্জন ছিল।

ভারতের এ দলটির অধিনায়কত্বের দায়িত্ব কাঁধে থাকছে যথারীতি মাস্টার ব্যাটসম্যান বিরাট কোহলির।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণার ডেডলাইন (চূড়ান্ত সময়) ছিল ২৫ এপ্রিল। এর মধ্যে সাতটি দেশ দল ঘোষণা করলেও ভারত করলো তার ১৩ দিন পর।

আইসিসির নতুন আর্থিক মডেল নিয়ে বনিবনা না হওয়ায় এতোদিন দল ঘোষণা করেনি বিসিসিআই।

ভারত দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, যুবরাজ সিং, অজিঙ্কা রাহানে, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ, উমেশ যাদব, মনীশ পান্ডে ও মোহাম্মদ শামি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত