ভূটান ও পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের জয়

প্রকাশ : ১৬ মে ২০১৭, ১৮:৩৭

সাহস ডেস্ক

আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে নেপাল লন টেনিস এসোসিয়েশনের ব্যবস্থাপনায় অনুর্ধ ১২ বছর দলগত টেনিস প্রতিযোগিতা ২০১৭ শুরু হয়েছে।

বালক বিভাগে গ্রুপ ‘এ’ তে ভারত, মালদ্বীপ ও ভূটান এবং গ্রুপ-‘বি’ তে শ্রীলংকা, বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল প্রতিদ্বন্দ্বিতা করবে।

অপরদিকে বালিকা বিভাগে গ্রুপ-‘এ’ তে ভারত, মালদ্বীপ ও নেপাল এবং গ্রুপ-‘বি’ তে শ্রীলংকা, বাংলাদেশ ও ভূটান দল প্রতিদ্বন্দ্বিতা করবে।

আজ বাংলাদেশ বালক দল পাকিস্তানের বিপক্ষে এবং বালিকা দল ভূটানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে।

গতকালের খেলা বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায়। আজ বাংলাদেশ বালক দল পাকিস্তানের বিরুদ্ধে ২-১ ম্যাচে জয় লাভ করে।

এককের প্রথম ম্যাচে মো: রুম্মন হোসেন জয় লাভ করে দলকে ১-০ ম্যাচে এগিয়ে নিয়ে যায়। দ্বিতীয় এককে মেহেদী হাসান আলভি তৃতীয় সেটে হেরে যায় ফলে ১-১ ম্যাচে পাকিস্তান খেলায় ফিরে আসে।

পরবর্তীতে দ্বৈতের বাংলাদেশ দলের রুম্মন ও উৎস জুটি জয় লাভ করে ২-১ ম্যাচে বাংলাদেশের জয় নিশ্চিত করে।

অপরদিকে বালিকা এককের প্রথম খেলায় সাদিয়া আফরিন ১-০ ম্যাচে ভূটানকে হারিয়ে দলকে এগিয়ে নিয়ে যায় এবং দ্বিতীয় এককে মাসফিয়া আফরিন জয় লাভ করে বাংলাদেশ দলের জয় ২-০ ম্যাচে নিশ্চিত করে।

পরবর্তীকে বালিকা দ্বৈতে সাদিয়া ও দ্বীপান্বিতা হেরে গেলেও বাংলাদেশ ২-১ ম্যাচে ভুটানের বিরুদ্ধে জয় লাভ করে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত