আয়াক্সকে হারিয়ে ইউরোপা লিগ ম্যানচেস্টার ইউনাইটেডের

প্রকাশ : ২৫ মে ২০১৭, ১৩:১৬

সাহস ডেস্ক

আয়াক্স আমস্টারডামকে ২-০ গোলে হারিয়ে ইউরোপা লিগের শিরোপা জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইউরোপের ক্লাব পর্যায়ের দ্বিতীয় সর্বোচ্চ এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ায় পরের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিল জোসে মরিনিয়োর দল।

সুইডেনের স্টকহোমের ফ্রেন্ডস অ্যারেনায় বুধবার রাতের ফাইনালে দুই অর্ধে দুই গোল করেন পল পগবা ও হেনরিখ মিখিতারিয়ান।

ম্যানচেস্টারে পপ কনসার্টে বোমা হামলায় হতাহতদের জন্য এক মিনিট নীরবতা পালনের পর খেলা শুরু হলে ইউনাইটেডের এগিয়ে যেতে সময় লাগেনি। অষ্টাদশ মিনিটে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার পগবার শট এক খেলোয়ারের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে আর্মেনিয়ার মিডফিল্ডার মিখিতারিয়ান ফ্লিক করে বল জালে পাঠালে প্রথমবারের মতো ইউরোপা লিগ জয় নিশ্চিত হয়ে যায় ইংলিশ প্রিমিয়ার লিগে ষষ্ঠ হওয়া দলটির।

প্রিমিয়ার লিগে সাফল্য না পেলেও ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম মৌসুমটা খারাপ কাটেনি মরিনিয়োর। লিগ কাপ ও কমিউনিটি শিল্ড জয়ের পর ইউরোপা লিগ জিতে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ায় খুশি পর্তুগিজ কোচ মরিনিয়ো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত