নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের বাঁচা-মরার লড়াই

প্রকাশ : ০৯ জুন ২০১৭, ১৪:৩০

সাহস ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ শুক্রবার (৯ জুন) কার্ডিফের সোফিয়া গার্ডেনসে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। সোফিয়া গার্ডেনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩.৩০ মিনিটে।

কার্ডিফের এই সোফিয়া গার্ডেনসেই ২০০৫ সালে অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো হারায় বাংলাদেশ। রিকি পন্টিং-গ্লেন ম্যাকগ্রাদের সেই প্রতাপশালী অস্ট্রেলিয়া। সেই তুলনায় এই নিউজিল্যান্ড শক্তিমত্তায় অনেকটাই পিছিয়ে। সেদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে ভয়ঙ্কর দল হয়ে উঠেছিল বাংলাদেশ।

আজ শুক্রবার (৯ জুন) যখন নিউজিল্যান্ডের মোকাবেলা করতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ, তখন ঘুরে ফিরেই আসবে এক যুগ আগের স্মৃতি। আর শেষ চার নিশ্চিত করতে নিউজিল্যান্ডকে হারানোর কোনো বিকল্পও নেই বাংলাদেশের সামনে। আর সেটা করতে হলেও ভয়ঙ্কর দলই হয়ে উঠতে হবে বাংলাদেশকে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচটা বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট পায় বাংলাদেশ। আর সেই একটা পয়েন্টই সেমিফাইনালে ওঠার পথ খোলা রেখেছে বাংলাদেশের। তবে, এর জন্য শুধু নিউজিল্যান্ডকে শুক্রবার হারালেই চলবে না, শনিবার অস্ট্রেলিয়াকে হারতে হবে ইংল্যান্ডের বিপক্ষে।

সম্ভাব্য একাদশঃ

বাংলাদেশঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ/ তাসকিন আহমেদ, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ডঃ মারটিন গাপটিল, লুক রঙ্কি, কেন উইলিয়ামসন, রস টেইলর, নিল ব্রুম, জিমি নিশাম, কোরি এন্ডারসন, মিচেল স্যান্টনার, এডাম মিলনে , টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত