ভারতের বিপক্ষে ‘আগ্রাসী ক্রিকেট’ খেলবে পাকিস্তান

প্রকাশ : ১৮ জুন ২০১৭, ১২:১০

সাহস ডেস্ক

১৮ বছর পর আইসিসির কোনও ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে খেলছে পাকিস্তান। ১৯৯৯ সালে বিশ্বকাপের ফাইনালে উঠে হেরে গিয়েছিল তারা। এবার ১৯৯২ বিশ্বকাপ চ্যাম্পিয়নদের সামনে ২৫ বছর পর ওয়ানডের কোনও বড় টুর্নামেন্টের শিরোপা খরা কাটানোর সুযোগ। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে অবশ্য চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে তাদের। সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে ‘আগ্রাসী ক্রিকেট’ খেলতে চান অধিনায়ক সরফরাজ আহমেদ।

লন্ডনের কেনিংটন ওভালে শনিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে পাকিস্তানি অধিনায়ক ‘আগ্রাসী ও ইতিবাচক’ ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তরুণদের পারফরম্যান্স নিয়ে সরফরাজ জানান, টুর্নামেন্টে অভিষিক্ত ফাহিম আশরাফ, রুম্মান রইস ও ফখর জামান দলের উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে। এছাড়া শাদাব খানের প্রশংসাও করেছেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

পাকিস্তান দলের ফাইনালে ওঠা নিয়ে আমির সোহেল প্রশ্ন তুলেছেন। তার প্রতিক্রিয়ায় সরফরাজ বলেছেন, সাবেক অধিনায়কের বক্তব্য নিয়ে একটুও ভাবছে না দল, ‘আমরা এতো দিন আগ্রাসী ক্রিকেট খেলেছি এবং কালকের (রবিবার) ম্যাচেও ইতিবাচক ক্রিকেট খেলব।’

পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটিং নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সরফরাজ। প্রথম ম্যাচে ভারতের কাছে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়ানোয় বোলারদের কৃতিত্ব দিয়েছেন তিনি, ‘আমাদের জন্য দোয়া করায় পাকিস্তানের মানুষকে ধন্যবাদ জানাই। তাদের কাছ থেকে দারুণ সমর্থন পেয়েছি আমরা।’

মোহাম্মদ আমির যে ফিট, তা নিশ্চিত করেছেন সরফরাজ। তবে ওভালের ফাইনালে একাদশে এ বাঁহাতি পেসারকে রাখা হবে কিনা সেটা বলেন নি তিনি। ম্যাচে এগিয়ে থাকতে ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যানদের দ্রুত ফেরানোর চেষ্টার কথাও বললেন পাকিস্তান অধিনায়ক। ফাইনালের আগে দলের আবেগ কতটা কাজ করছে, এক ভারতীয় সাংবাদিকের এ প্রশ্নে সরফরাজের জবাব, ‘আমরা তরুণ একটি দল। আমরা এ ম্যাচের জন্য ভীষণ রোমাঞ্চিত ও উজ্জীবিত ।’ 
সূত্র- ডন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত