অতীতকে ফাইনালে টানছে না ভারত

প্রকাশ : ১৮ জুন ২০১৭, ১২:২৯

সাহস ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালকে আর ‘আট-দশটা’ ম্যাচের মতোই মনে করছে ভারত। ২০১৩ সালের শিরোপা এবার ধরে রাখতে কোনও ধরনের চাপ মনের মধ্যে আনছে না তারা। এমনকি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ের স্মৃতিও মুছে ফেলছে বর্তমান চ্যাম্পিয়নরা। কোনও অতীত রেকর্ড বা পরিসংখ্যানকে ফাইনালে টানছে না ভারত।

কেনিংটন ওভালে চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে বিরাট কোহলির বক্তব্যে উঠে এলো এমন কথা। তিনি বলেছেন, ‘রবিবার (১৮ জুন)  ম্যাচ সাধারণ ম্যাচের মতোই। আমরা প্রত্যেক ম্যাচ জেতার জন্য খেলি। ফাইনালের সঙ্গে প্রথম ম্যাচের কোনও প্রাসঙ্গিকতা আমি দেখি না। লক্ষ্য হচ্ছে ভালো খেলার এবং অতীতের পরিসংখ্যান বা রেকর্ড কোনও ব্যাপার নয়।’

ভারত ফেভারিট হলেও পাকিস্তানের সুযোগ থাকছে মনে করেন ভারতীয় অধিনায়ক, ‘কোনও দলই জয়ের ব্যাপারে নিশ্চিত নয়। যে দল মানসিকভাবে অনেক এগিয়ে থাকবে তারা জিতবে ম্যাচ।’

কোহলির মতে, প্রথম ম্যাচ জিতেছে বলেই যে ভারত এগিয়ে আছে সেটা নয়। পাকিস্তান ফাইনালে উঠেছে যোগ্য দল হিসেবে। তিনি বলেছেন, ‘পাকিস্তান তাদের দিনে যে কাউকে হারাতে পারে। তাদের প্রতিভা ও সামর্থ্য নিয়ে প্রত্যেকে সতর্ক।’

টুর্নামেন্টে এবার ৩টি হাফসেঞ্চুরি হাঁকিয়ে ব্যাটিং র‌্যাংকিংয়ে শীর্ষে চলে এসেছেন কোহলি। বাংলাদেশের বিপক্ষে ৯৬ রানে অপরাজিত থাকার পথে দ্রুততম ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এমন ধারাবাহিক পারফরম্যান্সের রহস্য জানালেন কোহলি, ‘বড় ম্যাচগুলোর আগে আপনার চিন্তা ও প্রস্তুতিই আসল। আমি নিজেকে কঠিন পরিস্থিতির মধ্যে দেখি এবং নিজেকে প্রভাবিত করি এই বলে যে আমি দলকে কঠিন অবস্থা থেকে টেনে তুলতে পারছি। ইতিবাচক চিন্তা আপনাকে ম্যাচে ইতিবাচক থাকতে যথেষ্ট সাহায্য করে।’ 
সূত্র- এনডিটিভি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত