জুনিয়র টেনিস প্রতিযোগিতা শেষে বিজয়ীদের উচ্ছ্বাস

প্রকাশ : ০৪ জুন ২০১৬, ২০:২২

ছবি: শ্রাবণী

বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে সম্পন্ন হলো ‘২য় জুনিয়র টেনিস প্রতিযোগিতা ২০১৬’।

শনিবার (৪ জুন) প্রতিযোগিতার সমাপ্তি শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ৩ জুন এ প্রতিযোগিতা শুরু হয়।

প্রতিযোগিতার ফাইনাল খেলায় বালক একক অনুর্ধ ১৬ বছর-এ চ্যাম্পিয়ন হন ফারুক হোসেন (জাতীয় টেনিস কমপ্লেক্স)। এছাড়া রানার আপ হয়েছেন স্বাধীন হোসেন (জাতীয় টেনিস কমপ্লেক্স)। বালিকা একক অনুর্ধ ১৬ বছর-এ চ্যাম্পিয়ন হয়েছেন পপি আক্তার (বিকেএসপি), রানার আপ হয়েছেন ইতি আক্তার (বিকেএসপি)। বালক একক অনুর্ধ ১৪ বছর-এ চ্যাম্পিয়ন হয়েছেন শৈকত শাহরিয়ার (বিকেএসপি), রানার আপ হয়েছেন জুয়েল রানা (জাতীয় টেনিস কমপ্লেক্স)। বালিকা একক অনুর্ধ ১৪ বছর-এ চ্যাম্পিয়ন হয়েছেন ইতি আক্তার (বিকেএসপি), রানার-আপ হয়েছেন সস্মিতা সেন (ঝালকাঠি টেনিস ক্লাব)। বালক একক অনুর্ধ ১২ বছর-এ চ্যাম্পিয়ন হয়েছেন মোঃ রোমান হোসেন (বিকেএসপি), রানার আপ হয়েছেন জুবায়ের উৎস (বিকেএসপি)। বালিকা একক অনুর্ধ ১২ বছর-এ চ্যাম্পিয়ন হয়েছেন এলসা সৈয়দ (জাতীয় টেনিস কমপ্লেক্স), রানার আপ হয়েছেন মাসফিয়া আফরিন (জাতীয় টেনিস কমপ্লেক্স)।

এছাড়া বালক একক অনুর্ধ ১০ বছর-এ চ্যাম্পিয়ন হয়েছেন মোঃ নাদিম মোল্লাহ (বিকেএসপি), রানার-আপ হয়েছেন আদনান মাহমুদ (জাফর ইমাম টেনিস কমপ্লেক্স)। বালিকা একক অনুর্ধ ১০ বছর-এ চ্যাম্পিয়ন হয়েছেন প্রত্যাশা দাস (জাফর ইমাম টেনিস কমপ্লেক্স), রানার আপ হয়েছেন ফাতেমা তাবাস্সুম তুলতুল (জাতীয় টেনিস কমপ্লেক্স)। বালক একক অনুর্ধ ৮ বছর-এ চ্যাম্পিয়ন হয়েছেন আইয়ান মারসুশ খালেদ (জাতীয় টেনিস কমপ্লেক্স), রানার আপ হয়েছেন সিদ্ধার্থ বিশ্বাস (জাতীয় টেনিস কমপ্লেক্স)। বালিকা একক অনুর্ধ ৮ বছর-এ চ্যাম্পিয়ন হয়েছেন সর্বজয়া মেঘশ্রী (জাতীয় টেনিস কমপ্লেক্স), রানার আপ হয়েছেন প্রমা বিশ্বাস নীলা (জাতীয় টেনিস কমপ্লেক্স)।

বিজয়ী খেলোয়াড়দের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিস্টার হেলেনা জাহাঙ্গীর, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি জনাব মোহাম্মদ আলী দ্বীন, মেজর মোঃ ইয়াদ আলী ফকির (অবঃ), সাধারণ সম্পাদক জনাব মীর খুরসিদ আনোয়ার, সদস্য জনাব লুৎফর রহমান ছান্টু।

খেলা শেষে সেলফি তোলা এবং উচ্ছ্বাস প্রকাশে ব্যস্ত ছিলেন প্রতিযোগিতার বিজয়ী খেলায়াড়রা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত