‘আমি আর বিসিবি সভাপতি পদে থাকতে চাই না’

প্রকাশ : ০৯ আগস্ট ২০১৭, ১৭:৫৩

সাহস ডেস্ক

নাজমুল হাসান পাপনের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে না থাকার গুঞ্জন দীর্ঘদিন থেকেই বাতাসে ভেসে বেড়াচ্ছে। তবে এ বিষয়ে এতদিন মুখ ফুটে কিছুই বলেননি পাপন।

সেজন্য এতদিন বিষয়েটিকে গুঞ্জনই ভাবা হচ্ছিল। কিন্তু এখন আর তাকে গুঞ্জন বা গুজব ভাবার কোনই কারণ নেই। নাজমুল হাসান পাপন এবার হয়তো সত্যিই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতির পদ ছেড়ে দিচ্ছেন!

আজ বুধবার সকালে তিনি নিজ মুখে বিসিবি প্রধান পদ থেকে সড়ে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেছেন।
সকালে প্রয়াত আওয়ামী লীগ নেত্রী ও তার মা আইভী রহমান স্মরণ সভায় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাজমুল হাসান পাপন বলেন, আমি আর বিসিবি সভাপতি পদে থাকতে চাই না।

কেন? এ প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যায় না গিয়ে বিসিবি প্রধান বলেন, আসলে এক সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ পদে আছি। তাই পুরোপুরি ও শতভাগ দায়িত্ব পালন করতে পারছি না। সে কারণেই আগামীতে বিসিবি প্রধানের পদ থেকে সড়ে দাঁড়াতে চাই।

উল্লেখ্য, নাজমুল হাসান পাপন একাধারে জাতীয় সংসদ সদস্য। বেক্সমিকো ফার্মার মত দেশ ও আন্তর্জাতিক প্রসিদ্ধ ঔষধ প্রস্তুত এবং বাজারজাতকরণ সংস্থার অন্যতম শীর্ষ কর্তা। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত