মোরাতার রেকর্ডের দিনে চেলসির জয়

প্রকাশ : ২৮ আগস্ট ২০১৭, ১৩:১৪

সাহস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগের গত আসরের চ্যাম্পিয়ন নতুন মৌসুমে টানা দ্বিতীয় জয় পেয়েছে। রবিবার(২৭ আগস্ট) ঘরের মাঠে এভারটনকে ২-০ গোলে পরাজিত করেছে আন্তোনিও কোন্তের দল।

মৌসুমের প্রথম ম্যাচে বার্নলির কাছে ২-৩ গোলে হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ে চেলসি। দ্বিতীয় ম্যাচে টটেনহ্যামকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দেয় কোন্তের দল। তৃতীয় ম্যাচে দারুণ জয় দিয়ে সেই ছন্দ ধরে রাখে দ্য ব্লুজরা।

ঘরের মাঠে খেলার ২৭তম মিনিটে সেস ফ্যাব্রেগাসের গোলে এগিয়ে যায় চেলসি। গোলটিতে অ্যাসিস্ট করেন আলভেরো মোরাতা। ৪০তম মিনিটে রিয়াল মাদ্রিদের সাবেক তারকা মোরাতার গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। যদিও এভারটন রেফারির কাছে অফসাইডের দাবি তোলে।

বিরতির পর আর কোনো দল গোল করতে পারলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। চেলসির দারুণ জয়ের দিন রেকর্ডবুকে জায়গা করে নেন মোরাতা। প্রিমিয়ার লিগের ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে প্রথম দুটি হোম ম্যাচেই গোল করা এবং গোলে অ্যাসিস্টের রেকর্ড গড়েন এই স্প্যানিশ ফরোয়ার্ড। এর আগে বার্নলির বিপক্ষেও স্টামফোর্ড ব্রিজে গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছিলেন মোরাতা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত