বাংলাদেশের মেয়েদের কঠিন পরীক্ষা

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৮:০২

সাহস ডেস্ক

বাংলাদেশের মহারণ শুরু হচ্ছে আজ। প্রথম প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। চনবুড়ি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচ শুরু হয়েছে। প্রাক-ম্যাচ কথোপকথনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মেয়ে ফুটবল দলের অধিনায়ক কৃষ্ণা রানী সরকার বলেন, ‘আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। দেশবাসীর কাছে দোয়া চাই। উত্তর কোরিয়ার সঙ্গে সমান তালে খেলার চেষ্টা করব। ওরাও রানিং করতে পারে। আমরাও পারি। ভালো কিছু করতে চাই।’

বাংলাদেশ দলের আরেক খেলোয়াড় মৌসুমীর কথায়, ‘উত্তর কোরিয়ার বিপক্ষে খেলা মানে বিশ্বকাপে খেলা। আমরা এতদিন টার্ফে অনুশীলন করেছি। এখানে এসে অনেকদিন পর ঘাসের মাঠে করলাম। সকালে একটু কষ্ট হয়েছে বৈরী আবহাওয়ার কারণে। জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনে খেলে এসেছি। কোনো ভয় নেই। কারণ রানিংয়ে তহুরা ৩১০০ কিলোমিটার অতিক্রম করেছে। এটা আন্তর্জাতিকমানের। আমার পক্ষে যতটুকু দেয়ার ততটুকু দেব। হারি-জিতি যাই হোক, ভালো খেলতে হবে।’

কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘বাংলাদেশের ফুটবলপ্রেমীদের উত্তেজনার দিন কাল (আজ)। বিশ্বকাপ খেলার মতোই অনুভূতি। ভালো কিছু উপহার দিতে চাই আমরা। আমাদের প্রস্তুতি এক বছরের। দেশবাসীর কাছে দোয়া চাই।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত