মাঠে নামছে তামিমের বিশ্ব একাদশ

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৫৭

সাহস ডেস্ক

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে আইসিসি বিশ্ব একাদশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-২০ সিরিজ। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনতে নানান প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারই একটি অংশ এ সিরিজ আয়োজন।

রবিবার লাহোরে পৌঁছে গিয়েছে বিশ্ব একাদশের ক্রিকেটাররা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালের কারণে ওয়েস্ট ইন্ডিজের লেগ স্পিনার স্যামুয়েল বাদ্রি এসেছেন সোমবার। বিমানবন্দরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি স্বাগতম জানিয়েছেন ক্রিকেটারদের। এ  সিরিজের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পাকিস্তান।

দলে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে রয়েছেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। বিশ্ব একাদশের হয়ে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তামিম। এর আগে ২০১৪ সালে লর্ডসের দুইশত বার্ষিকী বছর উদযাপন উপলক্ষ্যে এমসিসি একাদশের বিপক্ষে রেস্ট অব ওয়ার্ল্ড একাদশের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন তামিম।

দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিসের অধিনায়কত্বে মাঠে নামবে তামিমরা। পাকিস্তানের নেতৃত্বে থাকবেন সরফরাজ আহমেদ।

বাংলাদেশ রাত আটটায় শুরু হবে ম্যাচটি। গাজী টিভি ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে। একই মাঠে বুধবার ও শুক্রবার অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০।

২০০৯ সালে শ্রীলঙ্কান ক্রিকেটারদের ওপর হামলার পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। ২০১৫ সালে জিম্বাবুয়ে ছাড়া কোনো দলই পাকিস্তান সফর করেনি। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটারদের পদচারণা উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের মাঝে।

বিশ্ব একাদশ স্কোয়াড: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), তামিম ইকবাল, হাশিম আমলা, জর্জ বেইলি, পল কলিংউড, বেন কাটিং, গ্রান্ট ইলিয়ট, ডেভিড মিলার, মরনে মরকেল, টিম পেইনি, থিসারা পেরেরা, ড্যারেন স্যামি, স্যামুয়েল বাদ্রি ও ইমরান তাহির।

পাকিস্তান দল : সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফাখর জামান, আহমেদ শেহজাদ, বাবর আজম, শোয়েব মালিক, উমর আকমল, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, হাসান আলি, আমির ইয়ামিন, মোহাম্মদ আমির, রুম্মান রইস, উসমান খান, সোহেল খান

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত