sports-26677-%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%81-%E0%A6%AA%E0%A6%BE-%E0%A6%86%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%93%E0%A6%B0 জিদানের কাছে মেসির পর সেরা বাঁ পা আসেনসিওর

জিদানের কাছে মেসির পর সেরা বাঁ পা আসেনসিওর

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১১:০৭

অনলাইন ডেস্ক

মৌসুমে দুর্দান্ত শুরু করেছেন আসেনসিও; রিয়ালের হয়ে ছয় ম্যাচ খেলে করেছেন চার গোল।এর মধ্যে বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপে দুই লেগে করেন দারুণ দুটি গোল। পরে ভালেন্সিয়ার সঙ্গে ২-২ ড্র ম্যাচের দুটি গোলই করেন তিনি।

লিওনেল মেসির পর মার্কো আসেনসিওর বাঁ পা সেরা বলে মনে করেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান।

আসেনসিও জানান, তার পারফরম্যান্সে ভীষণ খুশি জিদান। ফরাসি এই কোচ বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার মেসির সঙ্গে তার তুলনা করেন বলে জানিয়েছেন ২১ বছর বয়সী আসেনসিও।

জিদান আমাকে বলেছেন, মেসির পর আমার বাঁ পায়ের মতো আর দেখেননি তিনি। আমি একটু মুগ্ধ হয়েছিলাম, কারণ মেসি একজন দুর্দান্ত ফুটবলার।

এ মৌসুমে দারুণ শুরু পেয়েছেন মেসিও। নেইমার রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে চলে যাওয়ার পরও মেসির অসাধারণ নৈুপণ্যে লিগের প্রথম তিন ম্যাচের সবকটিতে জিতেছে বার্সেলোনা। এই তিন ম্যাচে পাঁচটি গোল করেছেন মেসি। গত শনিবার এসপানিওলকে ৫-০ এ উড়িয়ে দিতে হ্যাটট্রিক করেন আর্জেন্টিনা অধিনায়ক।