ছোট দেশ হয়ে বিশ্বকাপে আইসল্যান্ড

প্রকাশ : ১০ অক্টোবর ২০১৭, ১৫:০৩

সাহস ডেস্ক

ছোট দেশ হয়ে বিশ্বকাপে আইসল্যান্ড ছোট দেশ হয়ে অন্যরকম কীর্তিই গড়েছে আইসল্যান্ড। কসোভোকে ২-০ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ২০১৬ ইউরোর কোয়ার্টার ফাইনাল খেলা দলটি।

এবারই প্রথম বিশ্বকাপে ১০ লাখেরও কম জনসংখ্যার কোনও দেশ বিশ্বকাপে খেলার টিকিট পেলো। আইসল্যান্ডের জনসংখ্যা প্রায় তিন লাখ ৩৫ হাজার।  দলের হয়ে একটি গোল করেন গিলফি সিগার্ডসন ও বার্নলি জোহান গাডমুন্ডসন। বাছাইয়ে আই গ্রুপ থেকে ১০ খেলার ৭টি জিতেছে আইসল্যান্ড।

এদিকে বিশ্বকাপে খেলার আশা শেষ হয়ে গেছে ওয়েলসের। আয়ারল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে গেছে গ্যারেথ বেলের দল। এদিকে বিশ্বকাপের টিকিট পেয়েছে সার্বিয়া। জর্জিয়াকে ১-০ গোলে হারিয়েছে তারা। 

স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ইসরায়েল। বিশ্বকাপে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ইসরায়েল। ইতোমধ্যে বিশ্বকাপের টিকিট কাটা দল একমাত্র গোলটি পায় ৭৬ মিনিটে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত