নাদালকে হারিয়ে সাংহাই মাস্টার্সের শিরোপা জিতলেন ফেদেরার

প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৭, ১৬:৫৫

সাহস ডেস্ক

বিশ্বের এক নম্বর খেলোয়াড় রাফায়েল নাদালকে সরাসরি সেটে পরাজিত করে সাংহাই মাস্টার্সের শিরোপা জিতেছেন রজার ফেদেরার। এই নিয়ে স্প্যানিয়ার্ড তারকা নাদালের বিপক্ষে টানা পঞ্চম জয় তুলে নিলেন সুইস সুপারস্টার ফেদেরার।

রবিবার ফাইনালে ফেদেরার ৬-৪, ৬-৩ গেমে নাদালকে পরাজিত করে চলতি মৌসুমের ষষ্ঠ শিরোপা ঘরে তুলেছেন। 

দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীকে আরো একবার হারাতে পেরে অনেকটাই চাপমুক্ত ফেদেরার বলেছেন, ‘আমার মনে হয় অতীতের মত আমি আর নাদালের বিপক্ষে কোর্টে নামতে ভীত নই। তার বিপক্ষে খেলতে নেমে যদিও অতটা ভয়ে আমি থাকতাম না, কিন্তু বেশ অনেক ম্যাচেই আমি তার সাথে পরাজিত হয়েছি। বিশেষ করে ক্লে কোর্টে তার সাথে পেরে ওঠাটা অসম্ভব ছিল। আমার মনে সেই ভয়টা আমি কাটিয়ে উঠতে পেরেছি।’

সাংহাইয়ের আগে ফেদেরার এ বছর নাদালকে হারিয়ে ইন্ডিয়ান ওয়েলস ও মায়ামি মাস্টার্সের শিরোপাও জিতেছেন। যদিও একে অপরের মোকাবেলায় ৩৮টি ম্যাচের মধ্যে নাদালন জিতেছেন ২৩টিতে।

ক্যারিয়ারে রেকর্ড ১৯টি গ্র্যান্ড স্ল্যামের গর্বিত মালিক ফেদেরার এক্ষেত্রে নাদালের থেকে তিনটি শিরোপা এগিয়ে রয়েছেন। দু’জনই ইনজুরির কারণে দীর্ঘ সময় কোর্টের বাইরে থেকে এ বছর দুটি বড় শিরোপা জয় করেছেন। ইনজুরির কারণে ফেদেরার পুরো ক্লে কোর্ট মৌসুমই বিশ্রামে ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত