নওগাঁয় জাতীয় যুব কাবাডির ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

প্রকাশ : ২০ অক্টোবর ২০১৭, ১৭:১০

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় ন্যাশনাল এগ্রিকেয়ার আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি ২০১৭ জেলা পর্যায়ের প্রতিযোগীতার চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১৯ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে নওজোয়ান মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

চুড়ান্ত খেলায় অংশগ্রহণ করেন সদর উপজেলা কাবাডি দল বনাম বদলগাছী উপজেলা কাবাডি দল। খেলায় সদর উপজেলা কাবাডি দলকে ৪৯-৪৩ পয়েন্টে পরাজিত করে বদলগাছী উপজেলা কাবাডি দল চ্যাম্পিয়ানের গৌরব অর্জন করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ অর্জন করেন বদলগাছী উপজেলার কাবাড়ি দলের খেলোয়াড় নাজমুল হাসান। প্রতিযোগিতায় নওগাঁর ১১টি উপজেলা থেকে ১১টি এবং নওগাঁ পৌরসভার একটি সহ মোট ১২টি দল অংশ করে।

ন্যাশনাল এগ্রিকেয়ার আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি ২০১৭ পরিচালনার কমিটির আহবায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. আমিনুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন, ডিএসবির সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক, সদর থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়, সদর উপজেলার নির্বাহী অফিসার মোসতানজিদা পারভীন, নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান টুনু প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত