ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশ : ২২ অক্টোবর ২০১৭, ১৩:৫২

সাহস ডেস্ক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইতোমধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হেরে গেছে বাংলাদেশ। তবে মান বাঁচানোর শেষ ম্যাচে জয় পেতে মরিয়া সফরকারী টাইগার শিবির। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ফাফ ডু প্লেসিস।

ইস্ট লন্ডনে তৃতীয় ওয়ানডে ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর দুইটায় মাঠে গড়াবে।

এ ম্যাচটি আবার বাংলাদেশ অধিনায়ক মাশরাফির মাইলফলক ওয়ানডে। লাল-সবুজের দলপতি হিসেবে ৫০ ম্যাচে নেতৃত্ব দিতে যাচ্ছেন নড়াইল এক্সপ্রেস।

বাংলাদেশের চলমান সফরে ইনজুরির কারণে দল থেকে বাদ পড়ার তালিকা দীর্ঘই হচ্ছে। সর্বশেষ চোটের কারণে সফরই শেষ হয়ে গেছে তারকা ওপেনার তামিম ইকবালের। একই কারণে দলে নেই সেরা পেসার মোস্তাফিজুর রহমান। অন্যদিকে দ. আফ্রিকা দলে বিশ্রাম দেওয়া হয়েছে ওপেনার হাশিম আমলাকে।

বাংলাদেশ দল (সম্ভাব্য) : ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।

দক্ষিণ আফ্রিকা দল (সম্ভাব্য): এইডেন মার্করাম/তেম্বা বাভুমা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ডেভিড মিলার/ফারহান বেহারদিন, আন্দিল ফেলুকওয়াও, উইয়ান মুল্ডার, ড্যান প্যাটারসন, কাগিসো রাবাদা, ইমরান তাহির।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত